আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্যাকরণ বইতে রবি চৌধুরী ও ডলি সায়ন্তনীর প্রেম

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
বইটির প্রচ্ছদ: বইটির প্রথম পাতা: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচী অনুযায়ী বাংলাদেশের যাবতীয় কিন্ডারগার্টেন, প্রি-ক্যাডেট, প্রিপারেটরী স্কুল ও এবেতাদায়ী মাদ্রাসা সমূহের ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য লিখিত। বাগধারা অধ্যায়ের পাতা ১: বাগধারা অধ্যায়ের পাতা ২: বাগধারা অধ্যায়ের চুম্বক অংশ ১ (জুমড): ২৪. চোখের মণি (অত্যন্ত প্রিয় বস্তু): রবি চৌধুরী ডলি সায়ন্তনীর চোখের মণি। বাগধারা অধ্যায়ের চুম্বক অংশ ২ (জুমড): ৪৪. পটল তোলা (মারা যাওয়া): কোটি হৃদয়ের ভক্ত চিত্রনায়ক সালমান শাহ্ অল্প বয়সেই পটল তুলেছে বাগধারা অধ্যায়ের চুম্বক অংশ ৩ (জুমড): ১৬. কই মাছের প্রাণ (যা সহজে মরে না): আমার দাদীর অনেক বয়স হওয়ার পরেও বেঁচে আছেন। তাঁর যেন কই মাছের প্রাণ। [ভাবখানা এমন যেন দাদী মরলে বেঁচে যান। নিজের দাদী সম্পর্কে কেউ এমন কথা বলে নাকি? ] বইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচী অনুযায়ী বাংলাদেশের যাবতীয় কিন্ডারগার্টেন, প্রি-ক্যাডেট, প্রিপারেটরী স্কুল ও এবেতাদায়ী মাদ্রাসা সমূহের ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য লিখিত (২য় ছবি দ্রষ্টব্য)। এখন প্রশ্ন হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কি হয়েছিলো? ওনারা কি এই বইয়ের অনুমোদন দেবার সময় গান্জা সেবন করছিলেন? * বইটি সেন্ট জোসেফ স্কুলের ৪র্থ শ্রেনীর বাংলা ২য় পত্র বিষয়ের জন্য নির্ধারিত বই। * কৃতজ্ঞতা আমার ছোট্ট কাজিন ইশরাকের প্রতি যে সবার আগে বিষয়টা আমার নজরে আনে ও আমাকে পাতাগুলো স্ক্যান করে দেয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।