আমাদের কথা খুঁজে নিন

   

এক মাস সিয়াম সাধনার পর আমরা পুত: পবিত্র হব।



এক মাস সিয়াম সাধনার পর আমরা পুত: পবিত্র হব। সিরাতুল মোস্তাকিম দিয়ে হাটবো। চারিদিকে ওম শান্তি ওম শান্তি শোনা যাবে। ঈহুদি নাসারা রা সব তাবাহ হয়ে যাবে। চারিদিকে কত আনন্দ ,ঈদ ;খুশী! সহজ ভাবে দেখলে এমনটাই মনে হয়। কিন্তু আসলে কি আমরা পুত-পবিত্র হই? কোন বছরে রোজার পড়ে এক মাসের জন্যও কি ঘুষ দুর্নীতি অন্যায় থেকে আমরা দূরে থাকি? হাদিসে লেখা আছে ঘুষ খোর ও ঘুষ দাতা উভয়েই দোজখের আগুনে জ্বলবে; ছেলে বেলা থেকে এটাই শুনে আসছি, কিন্তু বাস্তবে এর প্রতিফলন কোথায়? দেশে যেন অন্যায় আর ঘুষ দেয়া নেয়ার উৎসব চলছে, সব ক্ষেত্রে, সর্বত্র। এর থেকে বাঁচার উপায় কি? এর জন্য কি কোন আচার অনুষ্ঠানের দরকার আছে , উজ্জল পরকালের টোপ দেয়ার দরকার আছে? নাকি অন্য কিছু প্রয়োজন? এক জন নন মুসলিম কি সৎ হতে পারে না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।