আমাদের কথা খুঁজে নিন

   

সংসদ নির্বাচনে ২০০ আসনে এবং উপজেলা নির্বাচনে ৩০০ প্রার্থী দেবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ



সংসদ নির্বাচনে ২০০ আসনে এবং উপজেলা নির্বাচনে ৩০০ প্রার্থী দেবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সেই সঙ্গে আসন্ন উপজেলা নির্বাচনে দলটি ৩০০ উপজেলায় প্রার্থী দেবে। গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলটি এ ঘোষণা দেয়। নেতারা বলেন, লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে এবং ১/১১ লক্ষ্য যাতে ব্যহত না হয় সেজন্য সরকার, সকল রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নেতারা দুর্নীতির দায়ে গ্রেফতারকৃত এবং নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত আসামিদের ছেড়ে দেয়ার নিন্দা জানান। জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জামায়াত ও যুদ্ধাপরাধিদের নির্বাচনে নিষিদ্ধ করতে হবে। দলটি নির্বাচন কমিশন ও সরকারের কাছে ৩ দফা সুপারিশ পেশ করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।