আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ চলে আসছে আবার

আমার অসম্পূর্ণ জগৎ

আবারও ঈদ আসছে। আবারও ঈদ করতে বাড়ি যাব। প্রতিবারই ঈদ আসে, বাড়ি যাই, তারপরও একঘেয়েমী লাগে না। ঈদে বাড়ি যাব এটা চিন্তা করলেই মনটা চনমনে হয়ে ওঠে, সাথে শরীরটাও। আব্বা-আম্মার সাথে দেখা হবে, দেখা হবে পুরনো বন্ধুদের সাথে।

কত মজা হবে! প্রতিবারই ঈদে বাড়ি যাই, তারপরও প্রতিবারের আনন্দ যেন আগেরবারের আনন্দকে ছাপিয়ে যায়। ঈদে প্রায় সব বন্ধুর সাথেই দেখা হয়, এবার হবে। তবে একজনের কথা খুব বেশি করে মনে হবে। আমার অনেক কাছের বন্ধু জিতু, মেরিন ইঙ্গিনিয়ার। ও এখন জাহাজের চাক্রি নিয়ে দেশের বাইরে আছে, তাই দেখা হবে না।

অবশ্য পড়াশোনা ও চাকরিবাকরি নিয়ে ব্যস্ত থাকায় এখন কেউই আর বেশিদিন বাড়িতে থাকতে পারে না। তাই ঈদের মজটুকু সংক্ষিপ্ত করেই ঢাকা ফিরতে হয়। তাড়পরও ঈদে বাড়ি যাব এটাই বা কম কিসে!আবারও ঈদ আসছে, আবারও বাড়ি যাচ্ছি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।