আমাদের কথা খুঁজে নিন

   

.......!!!!!!!!.......?????.........!!!!!!........টু দি পাওয়ার জিরো

আমার জানা বলতে আমি কি বুঝি তাই জানি না।

শিরোনাম লিখতেই যার এরকম .......তাকে সাত দিন অবজারভেশনে(কর্তৃপক্ষ কর্তৃক) রাখার সিদ্ধান্ত এরপর অটল থাকবে কিনা জানিনা। লেখার জন্য লিখছি বলা যায়। লেখালেখির প্রভিশনাল পিরিয়ড চলছে মনে হয় তাই না? এটা কেউ আমার পক্ষ থেকে কেউ প্রশ্ন হিসেবে নেবেন না প্লিজ। এমনিতেই কিন্তু মায়ের গর্ভে এখনও।

রেজিষ্ট্রেশনের 3/4 দিন চলছে। নিজের ব্যর্থতা আগে স্বীকার করে নিই। ইন্টারনেটে গদ্‌(প্রায়)বাধা ফাংশনাল অপারেটিং 'কাট-পেস্ট' টাইপ সিস্টেম কিছু ছাড়া আর অফিসওয়ার্ক। ব্যাস। তেমন কিছু পারিনা আর।

আবার ব্লগেও নূতনই...............। আজ পড়ছিলাম ব্লগার আহসান হাবিবের গত ২২শে সে দপ্টেম্বর লিখা "নরককুন্ড হোটেল ম্যারিয়ট আর আমার যত কুসন্দেহ"। বেশ ভাল লেগেছে। লেখকের চিন্তা দীপ্র, মুক্ত, সাবলীল। কই যেন বানান সভুল করেছি।

মন্ত্‌ব্যের দ্বন্দে সহজ সাবলীল কিন্তু দৃঢ়ভাবে লেখক বলেছেন: "কারণ কি! জানতে খুব মন চায়!" আর "এইটা আসলে প্রশ্ন ছিলোনা স্বগতোক্তি ছিলো। " বাহ্‌! সুন্দর। লেখক জানিয়েছেন: "আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রুর প্রয়োজন হয় না" এই বাক্যটাকে বেশ ক'বার প্রবচনের মত লাগল। আমেরিকারও কি শত্রুর প্রয়োজন হয় আর!?!?!?!?!!!!আমারতো এই সন্দেহ প্রবল (প্রবলতর হচ্ছে)। লেখকের একটা প্রকট সন্দেহ "পাকিস্তান আগে (মূলত জিয়াউল হকের আমল) থেকেই জংগীদের উর্বরভুমি কিন্তু এখন সেটা নরকভুমিতে রুপান্তরিত।

এই ট্রান্সফরমেশনটা কি একটু ২০০১ পর দ্রুত হয়নি?" আমি লেখকের সাথে সহমত। আমারতো আরও সন্দেহ এই মাসই। এখন যাই। ঘুমাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।