আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ সুখী করুক মানুষের জীবনকে



ঈদ সুখী করুক মানুষের জীবনকেঃ প্রকৃতি আর মুৎসুদ্দী পুঁজিবাদী আর্থ-সামাজিক ব্যবস্থায় রাজনীতির বৈরিতা ও অনিশ্চয়তা মাথায় নিয়েই আবারও আসছে ঈদুল ফিতর। আমাদের দেশে সার্বজনিন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সব দুঃখ আর গ্লানিকে পেছনে ফেলে এই উৎসবের আনন্দ মাতিয়ে রাখে মানুষের জীবনকে। 'ঈদ' জনগণের জীবনে এক অন্যরকম আনন্দমুখরতার নাম। বিশ্বায়নের যুগে এই উৎসব, আনন্দময়তা খুঁজে পায় দেশজ নিজস্ব শক্তি এবং উৎস ঠিকানাও।

ঈদকে সামনে রেখে জেগে ওঠে নিজস্ব বাজার, পুঁজি, সাহিত্য- শক্তির সব নিজস্ব জমিন। বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির এক শক্ত জমিন ভিত পায় এখন এই ঈদ উৎসবকে ঘিরেই। ঈদ সুখী করুক মানুষের জীবনকে। ভরে উঠুক প্রাণের দোলায় সরব-সুখী-প্রাচুর্যময় আনন্দে। সবার জীবনে আসুক ভালোবাসার সজীবতা।

সামওয়্যার ব্লগে যাত্রাপথের অনুপ্রেরণাদায়ী সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।