আমাদের কথা খুঁজে নিন

   

হুদা-মুদা-জুদা কথা

আই লাভ মাইসেল্ফ

আল্লার ওয়াস্তে কিসু বয়ান দিবার চাইতাছি আপনাগোরে, মানে জনতারে। জনতা চুপ খাইয়া শুইনা লইবেন নিজ দায়িত্বে। পরে, যদি না শুনতে পারেন তাহলে কিন্তুক আফসোস যাইবেন। তখন আবার দোষ চাপাইয়েন না এই অধমেরে। কিন্তুক আমি জানি এবং কিয়দংশ মানি বৈকি। আচ্ছা থাউক, প্যাচাল। আসল কথা সহজ করে বলাই বরং শ্রেয়, কেননা, আমি জানি কিছু কিছু ক্ষেত্রে জনতা চুপ খায় আর কিছু কিছু ক্ষেত্রে জনতা চুপ যায়। অতএব আমি জানি এবং শুনি কিছু কিছু ভেবে দেখি, ইয়াল্লা! খাইছে তাহাদেরে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।