আমাদের কথা খুঁজে নিন

   

ঘরে বসে টানি শিরিন সরাব, নেশা হয়না কোনমতে

সুখীমানুষ

ঘরে বসে টানি শিরিন সরাব, নেশা হয়না কোনমতে শুড়িখানায় চল্লাম তাই সাকির হাতের বাংলার ব্রতে।। সাকির দোকানে কত সরাবী চোখ, থোরাই সে কেয়ার করে মুল্য দিলে তবেই এসে জামবাটি সে দেয় ভরে।। ভক্ত এত বড় আমি তবুও আলাদা নই কোনমতে। ঐ মনের ঘরের আগুন নিভাতে দেয় সাকী জাম-ফোয়ারা কেউ বুদ হয়, কেউ কেঁদে লয়, বমি করে নবীন যারা।। ফিরেও চায়না তবুও চাই সাকীর আরো ভক্ত হতে।ঐ ২৬-০৯-০৮, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।