আমাদের কথা খুঁজে নিন

   

পরী- (৪র্থ পর্ব)

প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা। পরী- -পাগলা জাঈদ ঝিলমিলিয়ে হাসছি আমি ঝিলমিলানো গান, ঝিলমিলিয়ে লাজুক নাচে আমার রঙিন প্রান, ও সাহেব দেখনা চেয়ে, আমার মত সুখি কি আর তোর ও তোদের মেয়ে। আমি সাহেব ফুল বেঁচে খাই তোর বেঁচা কি বল ? লক্ষ কোটি স্বপ্ন বেঁচিস লক্ষ কোটি ছল ! এই যদি জীবন রে তোর চাই না হতে ধনী, আমি আমার ছোট্ট ভাইয়ের কোমল স্বপন বুনি। ও সাহেব দেখনা চেয়ে, আমার মত সুখি কি আর তোর ও তোদের মেয়ে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।