আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ স্পেশাল: ঈদে বাড়ি গেলেও কাছে থাকুন, সবসময়!

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

অনেকেই ঈদ উপলক্ষ্যে বাড়ি চলে যাচ্ছেন। তারা হয়তো ইন্টারনেটে থাকা বন্ধুদের মিস করবেন। কিন্তু আপনি কি জানেন সামান্য কিছু টাকা খরচ করলেই আপনি সারাক্ষন আপনার নেটের বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে পারেন? এর জন্য আপনাকে মোবাইলের উপযোগী ম্যাসেঞ্জার সার্ভিসগুলো সেটাপ করে নিতে হবে। এরকম কিছু ম্যাসেঞ্জার সার্ভিস কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে অল্প কথায় বলার চেষ্টা করবো- এর জন্য আপনাকে যা যা করতে হবে- ১) আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন একটিভ করে নিন। ২) প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে নিন।

১) মোবাইলের ইন্টারনেট কানেকশন একটিভ করা এর জন্য আপনার ফোন কোম্পানীর সাপোর্টে কল করে জেনে নিতে পারেন। গ্রামীন ফোনের ক্ষেত্রে কাষ্টমার ম্যানেজারদের বললেই আপনার জন্য প্রয়োজনীয় সেটিংসগুলো পাঠিয়ে দিবে। ২) প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে নিন। ক) mig33 মিগ-৩৩ এর ব্যবহার অনেকেই জানেন। এটি দিয়ে একই সাথে ইয়াহু/এমএসএন/জিটকে লগইন করে চ্যাট করা যায়।

তবে এর সার্ভিস মান ততটা উন্নত নয়। তবু যারা মিগ-৩৩ ব্যবহার করতে চান তারা নিচের লিংকে গিয়ে সেটা করে নিন। এর জন্য আপনাকে মিগ-৩৩ এ একটি একাউন্ট থাকতে হবে। আপনার পিসি থেকেই একাউন্টটি করে নিতে পারেন লিংক: http://www.mig33.com খ) Yamee মোবাইল থেকে ইয়াহু ম্যাসেঞ্জারে লগইন করার জন্য এটি আমার দেখা সেরা সফটওয়্যার। এটিতে ইয়াহুর জনপ্রিয় ইমোটিকন ব্যবহার করা যায়.. এমনকি BUZZ ও দেয়া সম্ভব।

এতে অফলাইন ম্যাসেজ পড়ার ব্যবস্থাও রয়েছে। সফটওয়্যারটি পিসি থেকে ডাউনলোড করে ফোনে কপি করে নিন অথভা সরাসরি ফোন থেকে ডাউনলোড করুন- ডাউনলোডের সহজ লিংক এখানে: http://wap.trivuz.com/soft/ গ) Talkonaut জিটক ব্যবহারের জন্য এই সফটওয়্যারটি আমার কাছে সবচেয়ে বেশী কাজের মনে হয়। এটি কানেক্ট হওয়ার সময় ১-২ কেবি ব্যবহার করে। তার মানে আপনি ৩-৪ পয়সা খরচ করেই আপনার বন্ধুদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। ডাউনলোড করে লগইন করে দেখুন.. ভাল লাগবে আশা করি।

ডাউনলোডের সহজ লিংক এখানে: http://wap.trivuz.com/soft/ ** এর সাপোর্টেড ফোনগুলোর তালিকা দেখতে এখানে ক্লিক করুন । Talkonaut এর অফিসিয়াল সাইট: http://www.talkonaut.com এই সফটওয়্যারগুলো দিয়ে ম্যাসেঞ্জারে কথা বলার সময় প্রতি কিলোবাইট ২ পয়সা হিসেবে কাটবে। সুতরাং একটি এসএমএক কিলোবাইট মানে ১০২৪ টি ক্যারেক্টার। সুতরাং একটি SMS-এর টাকা দিয়ে মোটামুটি সব বন্ধুদেরই শুভেচ্ছা জানিয়ে ফেলতে পারবেন.... আরো কিছু সার্ভিস.... * ebuddy.com এই চমৎকার ওয়েব বেজড সার্ভিসটি ব্যবাহর করে আপনি মোবাইল থেকে MSN, AIM, Yahoo, GTalk, MySpace, ICQ, Facebook ইত্যাদি একসেস করতে পারবেন। তবে এটি কি পরিমান টাকা কাটবে সে সম্পর্কে আমার ধারনা নেই।

ব্লগার 'নিঃসঙ্গ'-এর মন্তব্য থেকে তুলে দিলাম লিংকটি। * google.com/mobile গুগলের এই অসাধারণ সার্ভিসটি ব্যবাহর করে আপনি মোবাইল থেকে সরাসরি জিমেইলে লগইন করে মেইল করা/ রিপ্লাই ইত্যাদি করতে পারবেন। এর জন্য আপনাকে জিমেইলের মোবাইল ক্লায়েন্টটি ডাউনলোড করে নিতে হবে। মোবাইল থেকে gmail.com এ সরাসরি ঢুকে গেলেও আপনি ডাউনলোডের লিংক পেয়ে যাবেন। আপনার সেটে বাংলা সাপোর্ট থাকলে এটি থেকে বাংলা মেইলও চেক করা যাবে।

তবে এটি প্রচুর কিলোবাইট খরচ করে বিধায় নিজ দায়িত্বে ব্যবহার করবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। -- কম্পিউটার ও mobilysis গ্রুপে প্রকাশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।