আমাদের কথা খুঁজে নিন

   

কাঁহাতক আর সহ্য করা যায়...???



আমার খালার ছেলে সোহাগ। খুব অল্প সময়েই গল্প বলে আপনাকে আপন করে নেবে। তথ্য মন্ত্রণালয়ে চাকুরি করে। অফিসে ঘন্টা খানেক কাজ (!!) করে তারপর বেরিয়ে পড়বে অফিসের কাজে... এবং যথারীতি মাসে ১/২ টা প্রোগ্রাম বানাবে টিভিতে। ওর সব প্রোগ্রামই চলচ্চিত্র কেন্দ্রিক।

তো, সেই খালাতো ভাই সোহাগের প্রায় সব কিছুই আমার অপছন্দ। শুধু ওইযে গল্প বলাটা... যদিও তার কথাতে আন্চলিকতার যথেষ্ঠ প্রভাব পড়ে। ওরা ৮ বোন আর ২ ভাই। সব বোনদের বিয়ে দেয়া হয়ে গেছে। এমন কী তাদের মেয়েদেরও বিয়ে দেয়া হয়েছে কারো কারো।

বোনদের কারো অসুখ, ভাগিনা/ভাগ্নীদের পরীক্ষা,পরিবারে কারো জন্মদিন, বিয়ে সব ধরণের সামাজিকতাই করতে হয় তাকে। ওর বড় ভাই বিদেশ থাকেন। সংসারের সাথে তার যোগাযোগ নেই... একদিন দুঃখ করে বললো- দেখ, আমার ৮ বোন। ১ বোনের বাচ্চা হলো তো তার বাড়িতে জামা-কাপড় থেকে শুরু করে সব কিছু পাঠাতে হয়। এটা গ্রামের সামাজিক নিয়ম।

আমার ২/৩ হাজার টাকা শেষ। মাসখানেক পর দেখা গেলো- মেজো বোনের বাচ্চা হলো... আবার পাঠালাম...আবার ২/৩ হাজার টাকা শেষ। পরের মাসে আবার সেজো বোনের....আবার পাঠালাম... তারপরের মাসে ৪ নং বোনের ...তারপর ৫,৬,৭,৮ এভাবে চলতে থাকে। ৯/১০ মাস পর মোটামুটি একটু শান্তি পাই, যাক বাঁচা গেলো... কিন্তু বছর শেষে আবার বড় বোনের পালা... কাঁহাতক আর সহ্য করা যায়, তুই বল ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.