আমাদের কথা খুঁজে নিন

   

দুই ঈদ!!!!

mdsakature@yahoo.com

একসাথে দুটো ঈদ!! হ্যাঁ, আমরা সবাই জানি, রোযা ইসলামের পঞ্চম রোকনের মধ্যে ২য়। রোযা রাখা প্রথ্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ।(ফরজ হ্ওয়ার শর্ত প্রযোজ্য) রোযাদারের জন্য রয়েছে একসাথে দুটো ঈদ! যারা রোযা রাখেন তাদের ইফতারের সময় শান্ত আর দৈয্যশীল দেখা যায়। আল্লাহর পক্ষ হতে রোযাদারের জন্য রয়েছে দুটো ঈদ। ১) ইফাতারের পূর্ব মুহুর্তে যে সময়, তা হচ্ছে রোযাদারের জন্য এক খুশির মুহুর্ত। এটা এক ঈদ। ২) ২য় ঈদ হচ্ছে দির্ঘ এক মাস রোযা রাখার পর যে ঈদুল ফিতর্ তা রোযাদারের জন্য ২য় ঈদ। যারা শারীরিক সামর্থ এবং অন্যান্য সামর্থ থাকার পরও রোযা রাখে না তারা দুটো ঈদ হতেই বঞ্চিত হয়। এই রোযার মাসেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মোহাম্মদ ( সা: ) এর উপর পবিত্র কোরআন নাযিল করেন তাই আসুন আমরা রমজান কে সন্মান করি আর একসাথে দুটো ঈদ, দুটো রহমত উপভোগ করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।