আমাদের কথা খুঁজে নিন

   

হায় আল্লাহ্...ইয়া রাহমানুর রাহিম; পবিত্র মাহে রমজানে..হুজুরদের মুখে ইহা কী শুনিতে পাইলাম!-CEC

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

আজ প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে বলেন……”জামাত ও ইসলামিক ঐক্যজোট প্রথম দুইবার সংলাপের সময় অধিকাংশ সংস্কারের পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু ২০ সেপ্টেম্বরের সংলাপের সময় তারা সব কিছু পালটে যা বললেন তাতে আমি একে বারে চুপ হয়ে যাই,আর বলি হায় আল্লাহ,হে পরোয়ারদিগার রোজা রমজানের এই পবিত্র দিনে হুজুরেরা ইহা কি বলিতেছেন!!! মুলত নির্বাচন কমিশনের সাথে প্রাথমিক কয়েক দফা সংলাপের পর সংবাদ সম্মেলনে জামাত ও ইসলামিক ঐক্যজোটের পক্ষ থেকে বলা হয় যে অনেক মৌলিক সংস্কারের ব্যাপারে কমিশনের সাথে দলটি ঐক্যমত্ আছে। কিন্তু বেগম খালেদা জিয়ার জামিনের পর ৪ দলিয় জোটের বৈঠকের পর জামাত ও ইসলামিক ঐক্যজোট তাদের অবস্থান সম্পুর্ণ পালটে ফেলেছে। বি এন পি এর সাথে সুর মিলিয়ে তারা সকল নির্বাচনি আইনের সংস্কারের বিপক্ষে এখন। আর এই প্রেক্ষিতেই CEC এর এই মন্তব্য।

**** অন্যদিকে নির্বাচন কমিশন রাজনৈতিক দল গুলির নিবন্ধনের জন্য যে সকল শর্ত দিয়েছে,তা অনুসারে জামাত নিবন্ধনের সুযোগ পাওয়ার কথা না। শর্ত গুলির মাঝে সবচেয়ে গুরুত্ব পুর্ণ হল বাংলাদেশের সংবিধানের সাথে যদি সাংঘর্ষিক কোন অবস্থান কোন দলের থাকে তবে তারা নিবন্ধনের সুযোগ পাবে না। জামাতের যে গঠন তন্ত্র আছে তাতে কোথাও বাংলাদেশের অভ্যুদয়ের কথা আজো স্বীকার করে নেয়া হয় নাই!!!!!! স্বাধীনতার পর অনেক সংশোধন এসেছে তাদের গঠনতন্ত্রে,কিন্তু তারা বাংলাদেশকে স্বীকার করে নেয়ার প্রয়োজন অনুভব করে নি। বরং তাদের গঠনতন্ত্রে দল্টিকে একটি ধর্মীয় দল হিসাবে পরিচয় করানো হয়েছে,যা নিবন্ধনের জন্য যে সকল শর্ত আছে তার পরিপন্থি। জামাতের দলীয় পতাকায় সাম্প্রদায়ীক চিহ্ন আছে,এটিও শর্ত বিরুধি।

*** আমার অবাক লাগে কেন বি এন পির মত একটি দল নির্বাচনের আইনী যৌক্তিক সংস্কার. গুলী মানতে নারাজ!! হতে পারে তারা এটা সবাইকে বুঝাতে চায় যে ১/১১ এর প্র‌্যোজন ছিল না,দেশ যেভাবে চলছিল,তারা যা করছিলেন সেটাই সঠিক ছিল!! তবে আমার এক অনুজ মজা করে সেদিন বলল,বি এন পি এসবের বিপক্ষে কারন তা না হলে,নির্বাচনের হলফ নামায় খালেদা জিয়া নিজের শিক্ষাগতা যোগ্যতা কি দিবে?৮ পাশ? ভুল দিলে তো,তা প্রমানীত হলে সাজা ও নির্বাচন বাতিল হবে! কে জানে আসল কারন টা কি?!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।