আমাদের কথা খুঁজে নিন

   

দি সাইন অফ রিয়ালিটি



ধ্যান মগ্ন হয় বসে আছেন সে-তাকে বৃত্তাকার করে রয়েছে বাউল শিল্পীরা দেশজ যন্ত্রে ভেসে আসছে লালনের সেই মরমী সুর জাত গেল জাত গেল বলে/ কি এক আজব কারখানা/ সত্য কাজে কেই নয় রাজি/ সবই দেখি তা না না. . . এমন মানব সমাজ কবে গো সৃজন হবে / যবে হিন্দু- মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টন জাতি গোত্র নাহি রবে . . . শিল্পী জোসাইয়া ম্যাকনামার "দি সাইন অফ রিয়ালিটি" উদ্বোধনী অনুষ্ঠানটি ঠিক এ রকমই ছিল। উপস্থিত দর্শকদের পুরো ব্যাপারটাই আচ্ছন্ন করে রাখলো কিছুক্ষণ। বৃত্তাকার করে বসা বাউলদের মাঝে জোসাইয়া বিভিন্ন ধর্মের প্রার্থণা মুদ্রা প্রদর্শন করলেন প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে। তারপর একে একে সবাইকে আমন্ত্রণ জানালেন সেই বৃত্তে স্বাক্ষর করতে। প্রশান্ত মহাসাগরের ওশেনীয় অঞ্চলের ফিজির শিল্পী জোসাইয়া।

আবহমান জীবন সর্ম্পকে তার চিন্তাটা অনেকটা এ রকম- অর্থ এবং বৃত্তের বাস্তবতা থেকে মানুষের জীবনে অনেক বেশী জরুরী- জ্ঞানের সাধন করা। প্রকৃতি থেকে প্রাপ্ত এ ক্ষমতা দিয়েই সমগ্র পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব। জট ধরা লম্বা চুল আর শরীরে উল্কিআঁকা এই শিল্পী অনেকটাই যীশু খ্রীষ্টের আদেলে গড়া । বাংলাদেশে এসেছেন কমন্ওয়েলথ এর ফেলোশিপ নিয়ে চারুকলায়। তার ছবিতে মিলে মিশে আছে আধ্যাত্নিকতার কলাকৌশল ।

ফিজির আদি শিল্পকর্মে তার চিত্রকর্মের মূল প্রোথিত হলেও প্রাচ্য ও প্রাশ্চাত্যের সমকালীন শিল্পকলা থেকে রসদ নিয়ে কাজ করেন । পৃথিবীর যে প্রান্তের মানুষই হোন না কেন-তার শিল্প কর্ম ছড়িয়ে দিতে চান সমগ্র বিশ্বে। বিভিন্ন সাইজের মোট ২৪টি চিত্রকর্ম নিয়ে তার এ প্রদর্শনীর আয়োজন। চিত্র কর্মগুলো শিরোনাম হচ্ছে- দি ফান্ডামেন্টাল সাইন,দর্জি, দি আইস অফ দি স্পিরিট, দি ন্যাগলেকটেড ওয়ানস। প্রদর্শনীটি চারুকলার জয়নুল গ্যালারীতে সকলের জন্য উন্মুক্ত ছিল ২২ সেপ্টেম্বর ০৮ পর্যন্ত।

-মেঘমনির

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।