আমাদের কথা খুঁজে নিন

   

।। উষ্ণ তরল ।।

বাঙলা কবিতা ........................... স্বর্ণের আকরিক বিগলিত এই রক্ত, মৃত্যুশীল এই উষ্ণ তরল, এতে কোনও বাসনাবহ্নির ছোঁয়া নেই; স্পন্দন আছে, আর আছে প্রবাহের খরস্রোতা জেদ, তোমার মর্মরভূমি মারিয়ে যাবার এবং অজস্র ধ্বনি-গান-সুর, নিজস্ব ধ্বনির সাথে নিজের সংলাপ। দেহের ভেতরে এই আগাছার ক্রমবর্ধিষ্ণুতা আমাকে অসীম করে সন্নিহিত দ্বিমুখি গতির রেখা, এর থেকে উৎসারিত লব্ধি ছোটে অবিরাম পাথারের দিকে, ও-পথ বন্ধুর, তবু প্রবাহের সিক্ততায় প্রতিইঞ্চি রঞ্জনের ভার; তোমার সমস্ত বাঁধে অজস্র ফাটল তুলে এই স্রোত ছুটে যাবে দিগ্বিদিক জ্ঞানশূন্য মত্ত উন্মাদ ঘোড়া এর স্পন্দনের তালে হাওয়া লেগে গেছে; দিগ্বিজয়ী এ-তরল মর ও অমর। এ কোনও পুরাণ নয়, রূপকথা নয়, নির্বাধ গতি; সমস্ত দুয়ারে তালা মেরে দ্যাখো, থামে কি-না আসন্ন বিজয়! ...........................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।