আমাদের কথা খুঁজে নিন

   

আরো স্বচ্ছ, দক্ষ, এবং অটোমেটেড নতুন মডারেশন পদ্ধতি নিয়ে এলো 'বাঁধ ভাঙার আওয়াজ'

নোটিশবোর্ড

প্রিয় ব্লগার, সামহোয়্যার ইন... ব্লগ, 'বাঁধ ভাঙার আওয়াজ' নিয়ে এলো আরো স্বচ্ছ, দক্ষ, এবং অটোমেটেড নতুন মডারেশন সিস্টেম। যে বিষয়গুলো নিয়ে মূলত: এই মডারেশন সিস্টেম তৈরী হয়েছে তা হলো: ক) এখন থেকে ব্লগার লগইন করার পর নিজের পাতায় তাঁর মডারেশন স্ট্যাটাস দেখতে পাবেন, যা তাঁকে ব্লগের নীতিমালার ব্যাপারে আরো সচেতন থাকতে সাহায্য করবে। খ) মডারেটরই মডারেশন সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন তবে বাকি কাজটা স্বয়ংক্রিয় সিস্টেমের আওতায় থাকবে। অর্থাৎ ব্লগারের স্ট্যাটাস বুঝে সময়সীমা নির্ধারনসহ ব্যান-আনব্যান এবং নোটিশ পাঠানোর কাজগুলো করবে স্বয়ংক্রিয় সিস্টেম। গ) সচল হচ্ছে 'সংকলিত' ও 'ক্রমানুসারে' ট্যাব দু'টো: সংকলিত পোস্ট: প্রথম পাতাটি সবসময় আকর্ষনীয় এবং সবার কাছে সমভাবে গ্রহনীয় করতে এই ট্যাবটিকে ডিফল্ট করা হচ্ছে এবং মডারেটরের অনুপস্থিতিতেও পাতাটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকবে।

তবে মডারেটরের অনুপস্থিতিতে শুধু মাত্র নিরাপদ তালিকাভুক্ত ব্লগারদের পোস্টই 'সংকলিত' পাতায় আসবে। ব্লগাররা চাইলে লগ ইন করার পর তাঁদের ডিফল্ট ট্যাব পরিবর্তন করতে পারবেন। লগইন থাকা অবস্হায় আপনি ডিফল্ট পাতা হিসেবে আপনার বাছাইকৃত পাতাটিও পাবেন। ব্লগ ভিজিটররা ডিফল্ট হিসেবে 'সংকলিত পোস্ট' পাতাটি পাবেন। ক্রমানুসারে পোস্ট: এই পাতাটিতে প্রকৃতপক্ষে ব্লগারদের প্রতিটি পোস্ট ক্রমানুসারে প্রকাশিত হতে থাকবে।

তবে মডারেটরের অনুপস্থিতিতে নতুন এবং পর্যবেক্ষন তালিকাভুক্ত ব্লগারদের পোস্টগুলো মডারেশনের জন্য অপেক্ষায় থাকবে অতঃপর মডারেটরের অনুমোদন সাপেক্ষে এই পাতায় প্রকাশিত হবে। ঘ) প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে একজন নতুন রেজিস্ট্রিকৃত ব্লগারকে সর্বোচ্চ ৭(সাত) দিন পর্যবেক্ষনে রাখা হবে এবং মডারেটরের অনুমোদন সাপেক্ষে নতুন ব্লগারের পোস্ট 'ক্রমানুসারে' পাতায় আসবে। ঙ) 'সামহোয়্যার ইন... ব্লগ 'বাঁধ ভাঙার আওয়াজ' সংশ্লিষ্ট যাবতীয় প্রশ্নোত্তর সম্বলিত আপডেটেড সাধারণ প্রশ্নোত্তোর (FAQ) দেখে নিতে ক্লিক করুন 'কোন সমস্যা'- তে। ধন্যবাদ। শুভ ব্লগিং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।