আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় !!!

"এই মুখরিত জীবনের চলার বাঁকে ... অজানা হাজার কত কাজের ভীড়ে ... ছোট্ট বেলার শত রঙ করা মুখ ... সুর তোলে আজো এই মনকে ঘিরে"
আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায় দিনবদলের খেলাতে মনবদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়? __________________________ সুখের দিনে ভালবাসা দেয় যে কতজন ওরে দেয় যে কতজন কাছে আসে ভালবাসে দেয় যে ভরে মন ওরে দেয় যে ভরে মন দিনবদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়? আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায় ___________________________ দুঃখের দিনে কাছে আসে পথ ভুলে কি কেউ ওরে পথ ভুলে কি কেউ একা ঘরে পরেই রবে জানবে না তো কেউ ওরে জানবে না তো কেউ দিনবদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়? আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।