আমাদের কথা খুঁজে নিন

   

মুই কোন চেতনার?

ধর্ম ব্যবসায়ীদের কাছে ধর্ম নিরাপদ না। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের কাছে দেশ নিরাপদ না।নাস্তিকেরা মৌলবাদীদের থেকে উন্নত মানুষ না।

যে ভূমিতে সকল অনিয়মই নিয়মের গনতন্ত্রে জ্বলে দিবা নিশি তারই বলে বঙ্গভূমি, সোনার বাংলাদেশ। যে যাই কহো ভাই আমি হতাশার চরম স্তরে আছি....., আওয়ামী লীগ কও বা জামাত কহো সকলই একই ধানের বিচি(খালেদাবাদী চেতনার রসাউন্নায়ের স্বরুপায়াতনের কাঠি) খাতা কলমের লেহা ছাড়া কে আওয়ামী লীগ কে বা বি.এ.পি কেম্বা জমাতী বুঝিবা কেমতে? জনগনের দাবী কারো কাছেই গ্রহনযোগ্য নয় দুর্নীতিবাদের জয়ে একাকার নিরাকার সকল চেতনা! মাঝে মাঝে ভাবি আমি কাকের মতো কালো তবু কেন আমার কালো টেকা নাই? মুই কোন চেতনার? ভাবিয়া পাই নে তাহি সা.ইনে....., দুর্নীতির ওয়ারমিং এর শোয়ারিতে দেশ ভাইসা গনতন্ত্র অতি দ্রুত জায়েজ হইতেছে... সবাই সুবানআল্লাহ বলেন। নীতি আদর্শ দেশে প্রেম স্বাধীনতার চেতনা সব কিছুর উপরে গতনতন্ত্র.. আমিন আমিন.. মাওলা তুমি বরকত দাও তারেক ফালু জলিল সাবদের কামাইয়ে সব ষড়যন্ত্রের ছিদ্র দিয়া আছানিয়াতের আলো জ্বালিত করো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।