আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিকথন



আজ কেমন যেন ঈদ ঈদ মনে হচ্ছে। ছোটবেলায় ঈদের অনেক আগেই ঈদ ঈদ ভাবটা চলে আসতো। বড় আপুর কাছে অনেকগুলো ফ্যাশন ম্যাগাজিন ছিলো, আপুও তখন অনেক ছোট। কোথ্থেকে কুড়িয়ে পেয়েছিলো কে জানে ! আমি তখন একটা কি দুটা রোজা রাখতাম। কিন্তু সেহরির সময় ঠিকই উঠে আর সবার সাথে ভাত খেতে বসতাম।

খাওয়া দাওয়া শেষ হলে শুরু হত আমার আর আপুর ম্যাগাজিন গবেষনা। ঈদ এর জন্য জামাকাপড় বাছাই করতাম ম্যাগাজিন দেখে দেখে। একটা জামা দেখিয়ে বলি "এইটা বেশি সুন্দর, ঈদ এ এবার এটা কিনব", আপু হয়ত অন্যটা দেখিয়ে বলবে" আরে না, এইটা দেখ, ঐটার চেয়ে এইটা বেশি সুন্দর" । সারাদিন ঈদের উত্তেজনা নিয়েই কাটত। এরপর সন্ধ্যার সময় বাকি সবার সাথে ইফতারি খাওয়া, রোজা রাখি কি না রাখি, ইফতারিতে সবার আগেভাগে বাটি নিয়ে বসে থাকতাম! কি মজার দিন ছিলো।

সবচেয়ে মজা ছিলো বাসার সবাই মিলে ঈদের কেনাকাটা করা। এই বিশেষ দিনটার জন্য রোজার প্রথম দিন থেকেই অপেক্ষায় থাকতাম। কাল বাসায় এসেছি, বাড়ির সবার সাথে সেহরি করলাম, হয়ত সবার সাথে আছি বলেই ঈদের অনুভূতি টা হচ্ছে, পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে। আশা করছি এবারের ঈদ সবার আনন্দে কাটবে প্রিয়জনদের সাথে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।