আমাদের কথা খুঁজে নিন

   

আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

বাঙালির প্রিয় কবিতাগুলো, ব্লগারদের প্রিয় কবিতাগুলো এক জায়গায় জড়ো করতে চাই। কবিতাবিষয়ক এই ই-সংকলনের জন্য একেবারে তৈরি বেশকিছু কবিতা পাওয়া গেছে, যার সঙ্গে হাইপারলিংক যুক্ত করা আছে। যেগুলোতে হাইপারলিংক নেই, সেগুলো খুঁজে দিন, পারলে ব্লগে পোস্ট করুন। সঙ্গে প্রস্তাবকের নামও উল্লেখ করেছি। প্রথম দফায় সাড়া মিলেছে আশানুরূপ। অনেকেই কথা দিয়েছেন, শীঘ্রই তাদের প্রিয় কবিতার নামধাম দেবেন। দুই-তৃতীয়াংশ ব্লগারের কাছে এই পোস্টের বার্তা পৌঁছানো সম্ভব হয়নি। এই পোস্ট যাদের চোখে পড়বে, তারা দয়া করে এক বা একাধিক প্রিয় কবিতার নাম, সম্ভব হলে পুরো কবিতাই দেবেন নিজের ব্লগে, নয়তো এই পোস্টে। রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা (বিবর্তনবাদী) অসম্ভব (নুশেরা) হারিয়ে যাওয়া (নুশেরা) দেবতার গ্রাস (হাসান বিপুল) দায়মোচন (কৌশিক) নির্ঝরের স্বপ্ন ভঙ্গ (কালপুরুষ) দুই বিঘা জমি (এস্কিমো) জীবনানন্দ দাশ আট বছর আগের একদিন (কানাবাবা) অন্ধকার (আবদুর রাজ্জাক শিপন) হায় চিল (আবদুর রাজ্জাক শিপন) সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় (আবদুর রাজ্জাক শিপন) বনলতা সেন (কালপুরুষ, হরিণ) আবার আসিব ফিরে (হরিণ) সুনীল গঙ্গোপাধ্যায় পাহাড় চূড়ায় (শওকত হোসেন মাসুম) যদি নির্বাসন দাও (আবদুর রাজ্জাক শিপন) কেউ কথা রাখেনি (কালপুরুষ, আবদুর রাজ্জাক শিপন, হরিণ) নারী (আবদুর রাজ্জাক শিপন) সত্যবদ্ধ অভিমান (আবদুর রাজ্জাক শিপন) কোথায় গেল, কোথায় (আবদুর রাজ্জাক শিপন) না পাঠানো চিঠি (কঁাকন) শামসুর রাহমান আসাদের শার্ট (আবদুর রাজ্জাক শিপন) স্বাধীনতা তুমি (কালপুরুষ, হরিণ) একটি কবিতার জন্যে (এস্কিমো) তোমার জন্যে হে স্বাধীনতা (এস্কিমো) কাজী নজরুল ইসলাম সাম্যবাদী (আবদুর রাজ্জাক শিপন) মানুষ (আবদুর রাজ্জাক শিপন) বর্ষা বিদায় (বিবর্তনবাদী) সাহেব ও মোসাহেব (এস্কিমো) Click This Link এক আল্লাহ জিন্দাবাদ (হরিণ) বিদ্রোহী (হাসান বিপুল) কান্ডারী হুঁশিয়ার (কালপুরুষ) খুকী ও কাঠবেড়ালি (রুবেল শাহ) প্রভাতী (রুবেল শাহ) লিচু - চোর (রুবেল শাহ) আজ সৃষ্টি-সুখের উল্লাসে (রুবেল শাহ) হেলাল হাফিজ নিষিদ্ধ সম্পাদকীয় (আবদুর রাজ্জাক শিপন, হরিণ) ফেরীঅলা (আবদুর রাজ্জাক শিপন, কালপুরুষ) প্রস্থান (কালপুরুষ) জসীম উদ্দিন নক্সী কাঁথার মাঠ (রুবেল শাহ) হুমায়ুন আজাদ সবকিছু নষ্টদের অধিকারে যাবে (মুকুল) আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে (মুকুল) বাঙলা ভাষা (মুকুল) দ্বিতীয় আগমন (মুকুল) নির্মলেন্দু গুণ সেই রাত্রির কল্পকাহিনী (মুকুল) হুলিয়া (মুকুল) স্বাধীনতা, উলঙ্গ কিশোর (মুকুল) তোমার চোখ এতো লাল কেন (আবদুর রাজ্জাক শিপন) খেলাঘর (আবদুর রাজ্জাক শিপন) উল্টোরথ (আবদুর রাজ্জাক শিপন) ওটা কিছু নয় (আবদুর রাজ্জাক শিপন) মানুষ (আবদুর রাজ্জাক শিপন) আসমানী প্রেম (আবদুর রাজ্জাক শিপন) তুলনামূলক হাত (রুবেল শাহ) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো (এস্কিমো) Click This Link অচিন্ত্য কুমার সেনগুপ্ত উদ্বাস্তু (হাসান বিপুল) সুভাষ মুখোপাধ্যায় জেলখানার চিঠি - মূল : নাজিম হিকমত (মনজুরুল হক, হাসান বিপুল) লোকটা জানলই না (আবদুর রাজ্জাক শিপন) চিরকুট - সুভাষ মুখোপাধ্যায় (মনজুরুল হক) ফুল ফুটুক না ফুটুক (কালপুরুষ) সুধীন্দ্রনাথ দত্ত শাশ্বতী (প্রণব আচার্য, নুশেরা) উটপাখি(আবদুর রাজ্জাক শিপন) শক্তি চট্টোপাধ্যায় যেতে পারি কিন্তু কেন যাবো (আবদুর রাজ্জাক শিপন, নুশেরা) চতুর্দশপদী কবিতাবলী (আবদুর রাজ্জাক শিপন) চাবি (নুশেরা) বিষ্ণু দে বুড়ো-ভোলানো ছড়া (প্রণব আচার্য) পুর্ণেন্দু পত্রী কথোপকথন ৪ (আবদুর রাজ্জাক শিপন) কথোপকথন ৩৯ (আবদুর রাজ্জাক শিপন) স্মৃতি বড় উচ্ছৃঙ্খল (রুবেল শাহ) আবুল হাসান বদলে যাও, কিছুটা বদলাও (আবদুর রাজ্জাক শিপন) গোলাপের নীচে নিহত হে কবি কিশোর (আবদুর রাজ্জাক শিপন) উচ্চারণগুলি শোকের (আবদুর রাজ্জাক শিপন) আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল (আবদুর রাজ্জাক শিপন) মহাদেব সাহা শুদ্ধ করো আমার জীবন (আবদুর রাজ্জাক শিপন) চিঠি দিও (আবদুর রাজ্জাক শিপন) আহসান হাবীব দোতলার ল্যন্ডিং, মুখোমুখি দু'জন (আবদুর রাজ্জাক শিপন) আমি কোনো আগন্তুক নই (আবদুর রাজ্জাক শিপন) নবারুণ ভট্টাচার্য এই মৃত্যু উপত্যকা আমার দেশ না (মনজুরুল হক) ভ্লাদিমির মায়াকোভস্কির একশো বছর (মনজুরুল হক) রাস্তার কুকুরদের গান (মনজুরুল হক) === অন্যান্য আমি কিংবদন্তির কথা বলছি - আবু জাফর ওবায়দুল্লাহ (আবদুর রাজ্জাক শিপন) ছিন্নমুকুল - সত্যেন্দ্রনাথ দত্ত (আবদুর রাজ্জাক শিপন) ছাড়পত্র - সুকান্ত ভট্টাচার্য (আবদুর রাজ্জাক শিপন) বাতাসে লাশের গন্ধ - রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ (আবদুর রাজ্জাক শিপন) এখন যে কবিতাটি লিখবো আমি - আবিদ আজাদ (আবদুর রাজ্জাক শিপন) ভাঙ্গনের শব্দ শুনি - অমিয় মজুমদার (মনজুরুল হক) দারিদ্র রেখা - তারাপদ রায় (কালপুরুষ) বাংলা ছাড়ো - সিকান্দার আবু জাফর (কালপুরুষ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.