আমাদের কথা খুঁজে নিন

   

ভালো লাগা প্রিয় কবিতারা-৩৯ (উটপাখি--সুধীন্দ্রনাথ দত্ত)]

বন্ধ জানালা, খোলা কপাট !

ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা) ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল) ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল) ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ) ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ) ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান) ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু) ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল ) ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত) ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা) ভালো লাগা প্রিয় কবিতারা- ১২ ( বদলে যাও, কিছুটা বদলাও--আবুল হাসান) ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ) ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা ) ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ ) ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ ) ভালো লাগা প্রিয় কবিতারা- ১৭ (মানুষ -কাজী নজরুল ইসলাম ) ভালো লাগা প্রিয় কবিতারা- ১৮ (ছাড়পত্র --সুকান্ত ভট্টাচার্য ) ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়) ভালো লাগা প্রিয় কবিতারা- ২০ ( আসাদের শার্ট--শামসুর রাহমান) ভালো লাগা প্রিয় কবিতারা- ২১ (ওটা কিছু নয়--নির্মলেন্দু গুণ) ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) ভালো লাগা প্রিয় কবিতারা- ২৩ ( বাতাসে লাশের গন্ধ --রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ) ভালো লাগা প্রিয় কবিতারা- ২৪ ( সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় --জীবনানন্দ দাশ) ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ) ভালো লাগা প্রিয় কবিতারা- ২৬ (উচ্চারণগুলি শোকের--আবুল হাসান) ভালো লাগা প্রিয় কবিতারা- ২৭ (আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল--আবুল হাসান) ভালো লাগা প্রিয় কবিতারা- ২৮ (পূর্ণেন্দু পত্রীর কবিতা । কথোপকথন ৩৯) জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম ) ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)] ভালো লাগা প্রিয় কবিতারা- ৩১ (উল্টোরথ--নির্মলেন্দু গুণ)] ভালো লাগা প্রিয় কবিতারা- ৩২ (কোথায় গেল, কোথায়--সুনীল)] ভালো লাগা প্রিয় কবিতারা- ৩৩ (লোকটা জানলই না--সুভাষ মুখোপাধ্যায়)] ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)] ভালো লাগা প্রিয় কবিতারা-৩৫ (আমি কোনো আগন্তুক নই --আহসান হাবীব)] ভালো লাগা প্রিয় কবিতারা-৩৬ ( যেতে পারি কিন্তু কেন যাবো -শক্তি চট্টোপাধ্যায়)] ভালো লাগা প্রিয় কবিতারা-৩৭ ( চতুর্দশপদী কবিতাবলী -শক্তি চট্টোপাধ্যায়)] ভালো লাগা প্রিয় কবিতারা-৩৮ ( এখন যে কবিতাটি লিখবো আমি--আবিদ আজাদ)] যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো ।

একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে । উটপাখি সুধীন্দ্রনাথ দত্ত আমার কথা কি শুনতে পাও না তুমি ? কেন মুখ গুঁজে আছো তবে মিছে ছলে ? কোথায় লুকোবে ? ধু-ধু করে মরুভূমি ; ক্ষ'য়ে-ক্ষ'য়ে ছায়া ম'রে গেছে পদতলে ।

আজ দিগন্তে মরীচিকাও যে নেই ; নির্বাক, নীল, নির্মম মহাকাশ । নিষাদের মন মায়ামৃগে ম'জে নেই ; তুমি বিনা তার সমুহ সর্বনাশ । কোথায় পালাবে ? ছুটবে বা আর কত ? উদাসীন বালি ঢাকবে না পদরেখা । প্রাকপুরাণিক বাল্যবন্ধু যত বিগত সবাই, তুমি অসহায় একা । ।

ফাটা ডিমে আর তা দিয়ে কী ফল পাবে ? মনস্তাপেও লাগবে না ওতে জোড়া । অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে ? কেবল শূণ্যে চলবে না আগাগোড়া । তার চেয়ে আজ আমার যুক্তি মানো, সিকতাসাগরে সাধের তরণী হও ; মরুদ্বীপের খবর তুমিই জানো, তুমি তো কখনো বিপদপ্রাজ্ঞ নও । নব সংসার পাতি গে আবার, চলো যে-কোনো নিভৃত কণ্টকাবৃত বনে । মিলবে সেখানে অনন্ত নোনা জলও, খসবে খেজুর মাটির আকর্শনে ।

। কল্পলতার বেড়ার আড়ালে সেথা গ'ড়ে তুলবো না লোহার চিড়িয়াখানা ; ডেকে আনবো না হাজার হাজার ক্রেতা ছাঁটতে তোমার অনাবশ্যক ডানা । ভূমিতে ছড়ালে অকারি পালকগুলি শ্রমণশোভন বীজন বানাবো তাতে ; উধাও তাহার উড্ডীন পদধূলি পুঙ্খে পুঙ্খে খুঁজবো না অমারাতে । তোমার নিবিদে বাজাবো না ঝুমঝুমি, নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে ; সে-পাড়াজুড়ানো বুলবুলি নও তুমি বর্গীর ধান খায় সে উনতিরিশে । ।

আমি জানি এই ধ্বংসের দায়ভাগে আমরা দুজনে সমান অংশিদার অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের 'পরে দেনা শোধবার ভার । তাই অসহ্য লাগে ও-আত্মরতি । অন্ধ হ'লে কি প্রলয় বন্ধ থাকে ? আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি । ভ্রান্তিবিলাস সাজেনা দুর্বিপাকে । অতএব এসো আমরা সন্ধি ক'রে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি : তুমি নিয়ে চল আমাকে লোকোত্তরে, তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি ।

সুধীনের উটপাখি আর শাশ্বতি কবিতা দুটোর সন্ধান চাইছিলেন ফারহানা আহমেদ সুধীনের কবিতা দেইনি বলে অভিযোগও করলেন । অভিযোগ থেকে নিস্তার পাওয়ার ক্ষুদ্র প্রয়াস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.