আমাদের কথা খুঁজে নিন

   

তুমিহীনা.......(সিমিন/ফুয়াদ)

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

তুমিহীনা দুপুরে নগরীর গতিময়তায় অশান্ত এ দুচোখে যা দেখি অচেনা সময় এসে চলে যায় ঘড়ির কাঁটার ব্যস্ততায় তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায় বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও। রোদেজ্বালা এ দুপুরে অস্থির লাগে আমার এ মন আবেগী মনে আজ মৌনতার আয়োজন আলো ছায়ার মায়াতে মোহনীয় এই শূণ্যতা তুমি আসবে বলে তাই হবে স্বপ্নের সবই পূর্ণতা বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও। বিকেলের এ প্রহর কাটেনা অপেক্ষায় এ সময় থেমেছে তোমারই এ শূণ্যতায় তারাগুলো রাত জেগে তোমাকে পথ দেখাবে আমার এই প্রার্থনা কিভাবে তুমি ফেরাবে তুমি যদি না-ই আসো অপেক্ষা শেষ হবেনা তুমি যদি না-ই আসো কখনো ভোর হবেনা বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও।। ডাউনলোড লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।