আমাদের কথা খুঁজে নিন

   

বিয়া করলাম; কেউ অভিনন্দন জানাইল না (একখান মিল্টনীয় পোস্ট)

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

এই ব্লগে কতজন কতজনরে কত কামে শুভেচ্ছা জানায়। পঞ্চাশ, একশ, দুইশ, চারশ, পাচশ পোস্ট পুর্তির শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা, মুসলমানীর শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা, বাবা হওনের শুভেচ্ছা অথবা শাদী মোবারকের শুভেচ্ছা। প্রতিদিনই এ জাতীয় কোন না কোন শুভেচ্ছার পোস্ট সামহোয়ারের শোভাবর্ধন করে। কিন্তু এই গরীবের বেলায় যেন সবকিছুতেই ব্যতিক্রম। কথায় বলেনা 'অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়'। এত বছর পর এত কষ্ট কইরা একখান বিয়া করলাম। তয় কেউ কোন শুভেচ্ছা, অভিনন্দন জানাইল না। গরীবের বেলায় খালি অবহেলা। এই নিয়ম আর কদ্দিন থাকব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।