আমাদের কথা খুঁজে নিন

   

English language course

আমার এই পথ চাওয়াতেই আনন্দ............

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এর Department of English থেকে English language course করলাম। কয়েক মাস আগে পেপারে বিজ্ঞাপন দেখে ভর্তি হই । ৩মাসের course, সপ্তাহে ২ দিন ক্লাস । বৃহস্পতিবার বিকালে এবং শুক্রবার সকালে । প্রতিদিন আড়াই ঘন্টা করে ক্লাস ।

Reading, writing এবং Spoken তিন বিষয়ই পড়ান হয় । তবে spoken এর উপর বেশি জোর দেয়া হয় । যারা স্পোকেন ইংলিশ শিখতে চান তারা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তী না হয়ে ঢাকা বিশ্ববিদ্যলয় ভর্তী হতে পারেন। এখানে ক্লাস নেন বিশ্ববিদ্যলয় এর সিনয়র শিক্ষকরা । আমি কোর্স করে উপকৃত হয়েছি ।

যারা নিজেদের ইংরেজি দক্ষতা ঝালিয়ে নিতে চান বা কোথাও ভর্তী হতে চান তাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই পোস্ট ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।