আমাদের কথা খুঁজে নিন

   

এক-ই ইজাজাত দিয়ে দাও ব্যাস.............................

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি

লিঙ্ক উৎসর্গঃ নুশেরা। লিঙ্ক প্রিয় ব্লগার নুশেরার অনুরোধে গুলজারের এই বিখ্যাত গীতীকবিতা 'মেরা কুছ ছামান' অনুবাদ করার চেষ্টা করেছি।মূল উর্দু থেকে বাংলায় অনুবাদ দুরূহ কাজ।কন্টেন্ট,ভাব,আবহ,আবেদন বিচ্যুত হতে বাধ্য। তাই ভুলভ্রান্তি হলে মার্জনা করবেন। গানটি এখানে আ আ আ আ আ মেরা কুছ ছামান তুমহারি পাছ পড়া হ্যায় ও শাওয়ান কে কুছ ভিগে ভিগে দিন রাখখে হ্যায়ে ও কওন মেরে এক খাত মে লিপটি রাত পড়ি হ্যায় ও রাত বুঝা দো মেরা ও ছামান লওটা দো..... ও পতঝাড় হে কুছ হ্যায়..হ্যায় না ? উঁ ? ও পাতঝড় মে কুছ পাত্তো কি গিরনে কি আহাত.. কানোমে ইকবার পাহেনকি লাওটাইথি.. পাতঝাড় কি ও শাখ আভি তাক কাঁপ রাহি হ্যায় ও শাখ খিরা দো..... মেরা ও ছামান লওটাদো.... এক আকেলি ছত্রিমে জো আধে আধে ভিগ রাহেথে আধে শুখে আধে গিলি শুখা তো ম্যায় লে আয়িথি গিলামন শায়েদ বিস্তার কে পাছ পড়া হো..... ও ভিজওয়া দো মেরা ও ছামান লওটা দো...... একসো ষোলা চাঁদ কি রাতে এক প্রহারে কাঙ্গে কাটু গিলি মাহেঙ্গি কি খশবু ঝুটমুট কে সিকউয়ে কুছ.... ঝুটমুটকে ওয়াদেভি সব ইয়াদ কারা দো সব ভিজওয়া দো..... মেরা ও ছামান লওটা দো.. এক ই ইজাজাত দে দো বাস জব ইছকো দাফনাউঙ্গি..... ম্যায়ভি ওহি সো জাউঙ্গি ,ম্যায়ভি ওহি সো জাউঙ্গি...। বঙ্গানুবাদঃ আমার কিছু সম্পদ পড়ে আছে তোমার কাছে সেই শাওনের কিছু বিছু ভেজা ভেজা দিন রেখে এসেছিলাম আমার কোন এক রাতও চিঠির খামে লেপ্টে পড়ে আছে..... মুছে দাও সে রজনী ফিরিয়ে দাও আমার সে সম্ভার..... সেই অরণ্যেও কি কিছু আছে ? আছেনা? সেই অরণ্যেও কিছু পাতার সেকি আকুতি পতনের.. একবার তুলে এনেছিলাম কানে পরার জন্য বাঁশঝাড়ের সেই শাখাটি আজো কেঁপে চলেছে সেই কাঁপুনি থামিয়ে দাও..... আমার সেই সম্পদ আমায় ফিরিয়ে দাও.. একা একেলা ছাতার নিচে সেই যে আধা আধা ভিজে গেছিলাম গিলামন ও আধা ভিজে গেছিল আমি তো শুকনোই এনেছিলাম হয়ত সেই গিলামন তোমার বিছানার পাশে পড়ে আছে সেটাও পাঠিয়ে দাও..... ফিরিয়ে দাও আমার সে সম্ভার..... একশ’ ষোল চাঁদের রাত যেন কেটে গেছিল এক লহমায় জ্যোৎস্না মাখানো সুবাস আর মিছামিছি অভিযোগ সেই সব সেই মিছামিছি ওয়াদাও মনে করিয়ে দাও... সে সব পাঠিয়ে দাও ফিরিয়ে দাও আমার সে সম্ভার..... একটাই অনুমতি দিয়ে দাও ব্যাস যখন এই সব সমাধিস্থ করে দেব আমি যেন ওখানেই শুয়ে থাকতে পারি আমি যেন ওখানেই পড়ে থাকতে পারি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।