আমাদের কথা খুঁজে নিন

   

জাপানি কার্টুন ‘ডোরেমন’ নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ

হিন্দিতে প্রচারিত জাপানি কার্টুন ‘ডোরেমন’ নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন এক সাংসদ। রোববার সাংসদ শাহরিয়ার আলম বিষয়টি স্পিকারের দৃষ্টিতে আনেন। শাহরিয়ার আলম বিষয়টি উত্থাপন করলেও জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ হিসেবে সেটি গৃহীত হয়নি। তবে শাহরিয়ার আলম তাঁর যুক্তিতে বলেন, ডিশ চ্যানেলের মাধ্যমে বর্তমানে হিন্দি কার্টুন ‘ডোরেমন’ দেখানো হচ্ছে। বাংলাদেশের সব শিশু এই কার্টুন দেখছে।

এই কার্টুন শিশুদের হিন্দি আর মিথ্যা বলা ছাড়া কিছুই শেখাতে পারবে না। এই কার্টুন বন্ধ না হলে বাংলার চেয়ে হিন্দি বলার সংখ্যা বেড়ে যাবে। যেসব চ্যানেল এই কার্টুন দেখাচ্ছে, সেগুলোর অনুমোদনও বন্ধ করা দরকার। শাহরিয়ার আলম বলেন, এমন কার্টুন দেখাতে হবে যেগুলো শিশুদের নৈতিক শিক্ষা দেয়। সময়মতো পড়াশোনায় আগ্রহী করে, ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেয়, এমন বিদেশি ভাষার বাংলায় অনূদিত কার্টুন দেখানো যেতে পারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.