আমাদের কথা খুঁজে নিন

   

দরুদ শরীফ পাঠের ফযিলত

মানুষ মানুষের জন্য

আজ ১৫ রমজান। মাহে রমজানে প্রত্যেক মু’মিন-মুসলমানের উচিত প্রিয়নবী (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ শরিফ পড়া। বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হতেও পারে, আবার না-ও হতে পারে। কিন্তু দরুদ শরিফ পাঠ করা এমন একটি আমল, যা আল্লাহ অবশ্যই কবুল করেন এবং দরুদ শরিফের উসিলায় বান্দার অন্যান্য আমলও গ্রহণ করেন। কারণ স্বয়ং আল্লাহতা’আলা নিজেই এবং তার ফেরেশতারা নূরনবী হযরত রসুলে করিম (সা.)-এর ওপর সর্বদা দরুদ পড়েন।

পবিত্র কোরআনে আছে, ‘নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবী করিম (সা.)-এর ওপর দরুদ পড়েন, হে ঈমানদারগণ! তোমরাও তার (সা.) ওপর দরুদ পড় এবং অতীব সম্মানের সঙ্গে সালাম পেশ কর’ (সূরা আহযাব: ৫৬)। এ থেকে বোঝা যায় যে, প্রিয়নবী (সা.)-এর ওপর ‘দরুদ শরিফ পড়া ও সালাম পেশ করা’ কতই না বরকতময় আমল। কেননা আল্লাহতা’আলা কোনো আমল বা কাজ করেন না, কিন্তু তিনি তার হাবিবের ওপর দরুদ শরিফ পড়েন। আর সেই একই কাজের জন্য তিনি তার বান্দাদের নির্দেশ দিয়েছেন। সুতরাং যারা প্রিয়নবী (দ.) এর ওপর দরুদ শরিফ পড়েন, তারা মহাসৌভাগ্যবান।

যুগে যুগে সকল ইমাম, মুজতাহিদ, মুহাদ্দিস, মুফাস্সির, আওলিয়ায়ে কিরাম, পীর-মাশায়েখ ও সত্যিকার মুমিন-মুসলমানরা নিজেদের জীবনের একটি উল্লেখযোগ্য অংশ দরুদ শরিফ পঠন-পাঠন ও লেখনিতে ব্যয় করে চির অমর হয়ে আছেন। প্রিয়নবী (সা.)-এর নানা গুণাবলি ও বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে তাদের লিখিত এসব দরুদ শরিফ সংকলনে। বিশেষ করে মা’আরিফে লদুন্নিয়ার প্রস্রবন, হযরত খাজা আবদুর রহমান চৌহরবী (র.) রচিত ত্রিশ পারা সম্বলিত ‘মজমুয়ায়ে সালাওয়াতির রসুল’ নামক দরুদ শরিফ সংকলনটি বিশ্বের ইতিহাসে অতুলনীয়। দরুদ শরিফ পাঠের ফজিলত ও উপকারিতা অশেষ। হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, ‘যে ব্যক্তি প্রিয়নবী (সা.)-এর ওপর মাত্র একবার দরুদ শরিফ পড়বে, আল্লাহতা’আলা তার ওপর (কমপক্ষে) দশবার রহমত নাযিল করবেন, তার আমল নামায় (কমপক্ষে) দশটি সাওয়াব লিপিবদ্ধ করবেন, (কমপক্ষে) তার দশটি গুনাহ মাফ করবেন এবং আল্লাহ তাবারাকা তা’আলার দরবারে তার মর্যাদা (কমপক্ষে) দশগুণ বৃদ্ধি করবেন’ (নাসায়ী)।

হযরত ওমর (রা.) বর্ণিত হাদিসে আছে, ‘কোনো দোয়াই আল্লাহতা’আলার দরবারে কবুল হয় না, যতক্ষণ না সে দোয়ার পূর্বে ও পরে প্রিয়নবী (সা.)-এর ওপর দরুদ শরিফ পড়া না হয়’ (তিরমিজি)। হযরত আলী (রা.) বর্ণিত হাদিসে আছে, ‘যে ব্যক্তি নবী করিম (সা.)-এর পবিত্র নাম শুনার পর তার ওপর দরুদ শরিফ পড়ে না, সে ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ’ (তিরমিজ) {লেখাটি আমাদের সময় থেকে নেয়া। }

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।