আমাদের কথা খুঁজে নিন

   

মনে মনে যারে আমি চাই রে ...

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

বিক্ষিপ্ত চাঁদ, বুকে জেগে রয় একমুঠো মলিনতা চাঁদের জোছনার মায়াবী রেশ থাকে শুধু চেয়ে থাকি ওই মুখপানে, জেগে থাকি ... আশায় আশায় ... বিবর্ন স্মৃতির সুখের আবাহন, সম্মোহন... মুক্তি দেয় না আমাকে, অবসর দেয় না নিয়ত পোড়ায়, নিয়তই সে আসে শ্রান্ত আমি, ভ্রান্ত আমি... চলে যেতে চাই, মুক্তি চাই... এই আজীবন মোহের ছাইপাশ থেকে ... এটুকু লিখতেই ইন্দ্রনীল এর একটা গান মনে পরে গেল... আর লিখতে পারলাম না...শুধু গানের কথাগুলোই ঘুরে ফিরে মাথায় আসছে ... ভাবনার ঘরে উকি দেয় সে ঘুম চুরি করে নিয়ে যায় সে স্বপ্নের শিহরনে তাই যে, বারে বারে ধরা দিয়ে যায় সে কিছু না বলার যন্ত্রনা সই যে কাছে পেয়েও হারাই যে মনে মনে যারে আমি চাই রে যার নামে স্বপ্ন সাজাই রে যারে আমি ভুলে যেতে চাই রে আনমনে তারে কাছে চাই যে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।