আমাদের কথা খুঁজে নিন

   

ছবি তোলা



আমাদের ভালো ছবি দেখতে হবে বুঝতে হবে তারপরে তুলতে হবে। আর এই ভালো ছবি তোলা শেখার জন্য পড়তে হবে। পড়াশোনা না করলে ভালো ছবি তোলা সম্ভব না। আমি একটা জিনিস লক্ষ্ করেছি কেউ একটা ছবি তুলল তার পর সেই ছবি এর অনুরুপ র অনেক ছবি দেখা যায়। অতচ সেই ছবি তা অনেক সময়ে ভালো ছবিও হয়না আমাদেরকে প্রচুর পরিমানে ছবি দেখতে হবে।

কেননা নতুন কিছু করতে হলে পুরনোগুলো দেখতে হবে, তার পর সেইখান থেকে ধারণা নিয়ে নতুন ছবি তুলতে হবে। যেমন আহসান মঞ্জিল এর ছবি আমি অনেকবারই দেখেছি এবং সেগুলো অনেকটাই একই রকম হয়। নতুনত কিছু থাকেনা নতুন কিছু না থাকলে আমি সময় নষ্ট করে কেন ছবিটা দেখব? এখন আলোকচিত্রী এর সংখা অনেক বেশি আর তাই প্রতিজগিতাও অনেক বেশি। তাই আসুন, আমরা ভালো ছবি দেখি, ছবি তোলা শিখি তারপরে ছবি তুলতে যাই। তাহলে কাদের কে অনুসরণ করব? প্রথমেই ঠিক করে নিন আপনি কোন ধরনের ছবি তুলতে বেশি পছন্দ করেন, তার পরে সেই বিষয়ে যারা অভিজ্ঞ আলোকচিত্রী আছেন তাদের ছবি দেখুন।

তারপরে, আপনি যে জিনিস বা যে জায়গার বা যার ছবি তুলতে জাস্সেন, সেই ছবিগুলো ইন্টারনেট এ অনুসন্ধান করুন, দেখেবন, সেই জিনিস এর আগে যারা ছবি তুলেছে সেগুলো আপনের সামনে চলে আসবে এবার আপনের কাজ হবে, সেখান থেকে ধারণা, নিয়ে নতুন কিছু তুলে আনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।