আমাদের কথা খুঁজে নিন

   

কতদিন দেখিনি তোমায়....''

আমি তরুণ। নিয়ম মানতে ভাল লাগেনা...

তালগাছ! আছিস কেমন তুই? জানস? আজ তোর কথা খুব বেশী মনে পডছে। ইচ্ছে করছে ছুটে যেতে তোর কাছে। কিন্তু যে দেয়াল তুই তৈরী করেদিয়েছিস্ তা ডিঙ্গিয়ে তোর কাছে যাওয়া কোনদিনও বোধহয় সম্ভব নয়। দেখ! জীবন কত বড় বাস্তবতার নাম।

তুই আমার পাশেই থাকিস অথচ অনেক অনে---ক দুরে। ইচ্ছে করলে আর তোর কাছে যেতে পারিনা, পারিনা তোর সাথে কোন কথা বলতে, পারি শুধু দুর হতে তোকে দেখতে। মাঝে মাঝে ইচ্ছে করে এ নিষ্ঠুর সমাজ ব্যবস্থা হতে এমন কোথাও চলে যাই যেখানে থাকবেনা ঐ মানুষগুলো, আর থাকবেনা ঐ ণিতিগুলো। জানিস? আজ আমার এইচ,এস,সির রেজাল্ট আউট হয়েছে। তোর কাছে মুখ ফোঁটে বলব সে অধিকারটুকুও নেউ আমার।

আচ্ছা! তুই বলত আমার জীবনটা এমন কেন হল? কেন আমার সবকিছু থেকেও কিছুই নেই? এমন জীবনতো আমি কোনদিনও কামনা করিনি। তোর ঐ কথাটা আজ বড় বেশি মনে পড়ছে‍‍‍‍ "দেখ, চোখেরবালি! হয়ত তোর আমার মিলন হবেনা এই দুনিয়ায় কিন্তু তুই আমার বন্ধু হয়ে থাকবি আজীবন। এই হৃদয়ের মাঝে তোর জন্য যে জায়গা শূন্য হয়ে আছে তা কোনদিনও পূর্ন হবেনা, হয়ত আমি থাকবোনা তোর পাশে, তবে বন্ধুত্তের প্রদীপ জ্বালিয়ে যাবো ঐ দূর হেতে"। কিন্তু কষ্টকর হলেও বাস্তব সত্য এটাই যে, তুই আমাকে ভূলে গেছিস। আচ্ছা! আমি কেন পারিনা তোর কথা ভূলে যেতে? কেন পারিনা তোর মত নিষ্ঠুর হতে, হতে তোর মত পাষান? যে দিন তুই আমর জীবন থেকে হারিয়ে গেলি, সে দিন থেকে আমি বড় অসহায় রে, বড় অসহা-------য়।

চারিদিক যেন ধূ-ধূ মরুভূমি। যে দিকে তাকাই মনে হয় এইতো সামনে আলো চিক-চিক করছে কিন্তু না, সামনে গিয়ে দেখি আলেয়া ডাকছে আমায় হাতছানি দিয়ে-------- সে যেন বলছে ''তুমিত আমার চেয়ে অধম'' কেননা যদিও দিনেরবেলা আমায় সূর্যের আলো এসে উত্তপ্ত করে তোলে, তথাপি রাতের নিস্তব্দ নির্জনতা আমায় শীতল-ঠান্ঠা করে আরামদায়ক করে তোলে। আজ এই মুহুর্তে একটি কথা খু জানতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে....যাবার বেলা তোকে আমি বলেছিলাম --''তুই হয়ত জীবনে অনেক টাকা-পয়সা পাবি কিন্তু কোনদিনও প্রকৃত ভালবাসা পাবিনা। কেননা যে, ব্যক্তি প্রকৃত ভালবাসার অমর্যাদা করে; তার ভাগ্যে কোনদিনও খাঁটি প্রেম বা ভালবাসা জোটেনা।

আচ্ছা! তুই কি পেয়েছিস খাঁটি ভালবাসা, প্রকৃত প্রেম? তবে যাই হোক! এখন মনে হচ্ছে, তুই ভাল থাক! তোর জীবন প্রেম-ভালবাসায় ভরে উঠুক! সুখময় হোক তোর জূবনের প্রতিটি মুহুর্ত! এর কারন হচ্ছে, সেদিন যদি তুই আমাকে ঐ ভাবে কষ্ট না দিতি তাহলে আমি বোধহয় এত ভাল রেজাল্ট করতে পারতামনা কোন দিনও। নিজেকে চিনতেই পারতামনা। তোর সাথে অনেক অনে-----------------ক কথা আছে আমার। আমি জানি কোনদিনও পারবোনা আমার মনের সুপ্ত কথাগুরো বলতে। একদিন তোর জন্য লেখা-লেখি ছেড়ে ছিলাম, আজ আবার নতু করে শুরু হল পথচলা।

শুরু হল নতুন যাত্রা। যেখানে একেবারে স্বাধীন, মুক্ত ঠিক ঐ ডানামেলে আকাশে উড়ে বেড়ানো পাখির মত। চোখেরবালি । । কাহাকেও আর বাঁধিবনা মম হৃদয়ের মায়াডোরে।

মায়া-মমতার বাঁধন ছিড়িয়া হারাবো অচিনপুরে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।