আমাদের কথা খুঁজে নিন

   

টপ বর্ডার-মুক্ত ব্লগস্পট

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

আমাদের অনেকেই ব্লগস্পটে ব্লগিং করেন। ব্লগ স্পটে ব্লগ ওপেন করার পর দেখবেন আপনার ব্লগের উপরে একটা বর্ডার দেখা যায় যা অনেকের কাছেই দৃষ্টি কটু লাগতে পারে। এই বর্ডারটা চাইলেই আপনি বাদ দিয়ে দিতে পারেন। এর জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন- ১) ব্লগারে লগইন করে Dashboard থেকে Layout এ ক্লিক করুন। ২) Layout থেকে Edit HTML এ ক্লিক করুন.. Template এডিটর ওপেন হবে।

৩) এডিটরে #header-wrapper লেখাটি খুঁজে বের করে border:1px কে পরিবর্তন করে border: 0px করুন। কোডটুকু নিচের মত দেখাবে, #header-wrapper { width:660px; margin:0 auto 10px; border:0px solid $bordercolor; } ৪) এবার #header অংশে অবস্থিত border: 1px পরিবর্তন করে border: 0px করুন। কোডটুকু নিচের মত দেখাবে, #header { margin: 5px; border: 0px solid $bordercolor; text-align: center; color:$pagetitlecolor; } (পরিবর্তন করা অংশটুকু বোল্ড করে দেখানো হয়েছে। ) ছবিতে দেখুন- এবার নিচের অংশটুকু যুক্ত করুন- #navbar-iframe { height:0px; visibility:hidden; display:none } ৬) SAVE TEMPLATE এ ক্লিক করে বের হয়ে আসুন। উপভোগ করুন বর্ডারলেস ব্লগস্পট।

উদাহরণ, http://trivuz.blogspot.com -- কম্পিউটার গ্রুপে প্রকাশিত। trivuzblog/post/526

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।