আমাদের কথা খুঁজে নিন

   

DV-2010 ভিসা’র আবেদন ২রা অক্টোবর থেকে!!

isanur.blogspot.com
ডাইভারসিটি অভিবাসন ভিসা কর্মসূচি ২০১০ (ডিভি-২০১০)-এর আওতায় আগামী ২রা অক্টোবর থেকে বাংলাদেশসহ ১৭৩টি দেশের জনগণের কাছে ভিসা আবেদনপত্র আহ্বান করেছে যুক্তরাষ্ট্র। এ বছর ৫০ হাজার ভিসা দেয়া হবে। ১লা ডিসেম্বর পর্যন্ত এর আবেদন নেয়া হবে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর শুধু ইলেকট্রনিকভাবে আবেদন নেবে। Click This Link আগামী ২রা অক্টোবর দুপুর ১২টা (গ্রিনিচ মান সময় ৫টা) থেকে ডিভি আবেদন পাওয়া যাবে ও আগামী ১লা ডিসেম্বর দুপুর ১২টা (গ্রিনিচ মান সময়-৫টা) পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে।

গতকাল সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে ঢাকার যুক্তরাষ্ট্র্র দূতাবাস আয়োজিত ‘ডাইভারসিটি অভিবাসন ভিসা কর্মসূচি ২০১০ (ডিভি-২০১০)-এর নিয়মাবলী’ শীর্ষক এক ব্রিফিংয়ে একথা জানানো হয়। ব্রিফ করেন ঢাকায় যুক্তরাষ্ট্র্র দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রধান। তিনি বলেন, ডিভি’র আওতায় বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্র্রে গিয়েছেন। তিনি বলেন, আবেদনপত্র কতটা সঠিকভাবে জমা দেয়া হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র নাম, জন্ম তারিখ, জন্ম স্থান, ঠিকানা, ছবি ও আরও কিছু তথ্যসহ আবেদনপত্র অনলাইনে পাঠাতে হবে।

একমাত্র ডিভি লটারিতে জয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্র্র দূতাবাসে সাক্ষাৎকারের সময় ডিভি ভিসা প্রসেসিং-এর জন্য একজন ভিসা আবেদনকারীর কাছ থেকে টাকা নেয়া হয় এবং এটি আনুমানিক ৬০ হাজার টাকা। তিনি জানান, সাক্ষাৎকারের তারিখ ঠিক হওয়ার পর পাসপোর্ট করার জন্য সরকার নির্ধারিত ফি যা পাসপোর্ট অফিসে জমা দিতে হবে (পাসপোর্ট না থাকলে)। পুলিশ সার্টিফিকেট করার জন্য সরকারের নির্ধারিত ফি যা নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হয়। দূতাবাস নির্ধারিত ডাক্তারের ফি মেডিকেল রিপোর্ট তৈরির জন্য এবং সবশেষে আমেরিকান দূতাবাসে ডিভি ভিসা সাক্ষাৎকার ফি জমা দিতে হয়। ভিসা আবেদন পূরণ ও জমা দেয়ার জন্য কোন এজেন্ট বা দালালের আশ্রয় না নেয়ার জন্য পরামর্শ দেন দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রধান।

তিনি বলেন, খুব সতর্কতা গ্রহণ করলে যে কোন জালিয়াতি থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিভি ভিসার আওতায় বাংলাদেশে ২০০০ সাল থেকে এ পর্যন্ত ১৭ হাজার ভিসা ইস্যু হয়েছে। তিনি জানান, ভিসা আবেদনের পর যারা নির্বাচিত হবেন তাদের ২০০৯ সালের অক্টোবরের প্রথম দিকে সাক্ষাৎকার নেয়া শুরু হবে। Click this link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।