আমাদের কথা খুঁজে নিন

   

দেড়, আড়াই আর সাড়ের ভিতরে কেন এ বৈষম্য ?

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
গনিত বিষয়ে আগ্রহীরা একটু নড়েচড়ে বসুন ..... একটু দেখুন তো একটা প্রশ্নের উত্তর দিয়ে আমাকে একটু সাহাজ্য করতে পারেন কিনা ----- যে কোন গননার ক্ষেত্রে আমরা ১ ২ ৩ ৪ সাভাবিক ভাবেই গুনে যাই, কোন ব্যাতিক্রম ছাড়াই। ভ্যাজালটা লাগে যখন .৫ সাথে এসে হাজির হয় ....... যেমন মনে করুন ১.৫ কে আমরা বলি দেড়, ২.৫ কে বলি আড়াই, কিন্তু ৩ থেকে শুরু করে পরবর্তী যে যে সংখ্যাই হোকনা কেন সাড়ে শব্দটা ব্যাবহার করে আমরা অনায়াসে সমস্যাটি থেকে উতরে যাই ..... ( যেমন --- ৩.৫ = সাড়ে তিন, ৪.৫ = সাড়ে চার ) কিন্ত বেচারা ১.৫ কে সাড়ে এক আর ২.৫ কে সাড়ে দুই বললে সবাই মাইন্ড করে ..... কেন শুধু এই ২টি সংখ্যার সাথে এ বৈষম্যমূলক আচরন ? ...... আপনাদের কাছে আমার এই একটাই প্রশ্ন ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।