আমাদের কথা খুঁজে নিন

   

হুদা-মুদা-জুদা কথা

আই লাভ মাইসেল্ফ

আল্লার ওয়াস্তে কিসু বয়ান দিবার চাইতাছি আপনাগোরে, মানে জনতারে। জনতা চুপ খাইয়া শুইনা লইবেন নিজ দায়িত্বে। পরে, যদি না শুনতে পারেন তাহলে কিন্তুক আফসোস যাইবেন। তখন আবার দোষ চাপাইয়েন না এই অধমেরে। কিতা মিতা কই নিজেই তো বুঝবার পারতাসি না।

ভাই হক্কল, কি আর কইমু, আমার জানের দুশমন আইজকা কি কইলো আমারে শুনবেন? থাউগ্গা, কইমু না। বয়ান যদিচ্ছা না হইলে মন খারাপ কইরা শেষে ভাব ধরবেন। কি দরকার খামোকা নাচানাচি করনের? : কি নাম? - আজ্ঞে, হরিচরণ। : তোর নাম নয়, তোর কুকুরের? - আজ্ঞে বলাইচরণ। : দূর! বেটা গর্দভ।

- আজ্ঞে ওটা আমার ছোট বউয়ের আদরের ডাক, এই নামে বেবাক মানুষই আমারে জানে। তবে লোকচক্ষুর আড়ালে এই নাম কউন নাজায়েজ। বউ ধইরা ধাবড়ানি দেয়। : যাহ্! - জ্বে, বুঝলাম না... : বলছি কি আর তুই কি কইতেসিস হারামী হারামজাদা? ............. ............... .................. .....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।