আমাদের কথা খুঁজে নিন

   

আমার জন্ম



সেই দেশে আমার জন্ম! যে দেশে প্রকাশ্যে চলে চাঁদাবাজী, খুন, লুট, রাহাজানি, পেশী শক্তির জোর অস্ত্রের ঝনঝনানী। সেই দেশে আমার জন্ম! যে দেশে পিতার সামনে কন্যা ধর্ষিত হয়, ভায়ের সামনে বোন, স্বামীর সামনে স্ত্রী। সেই দেশে আমার জন্ম! যে দেশে প্রতিবাদের ভাষা নিভৃতে কাঁদে, সংখ্যালঘুদের নিরাপত্তা লণ্ঠিত হয়, ফতোয়ার রোসানলে নির্যাতিত হয় নারী। সেই দেশে আমার জন্ম! যে দেশে কল্যাণ মূখী রাজনীতি নাই, গঠন মূলক বিরোধীতা নাই, দেশের প্রতি ভালো বাসা নাই। সেই দেশ আমার জন্ম! যে দেশে আমি মরবো ক্ষোভ, দুঃখ আর গ্ল্যানি নিয়ে! লখাঃ সেলিম জাহাঙ্গীর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.