আমাদের কথা খুঁজে নিন

   

গভীর রাতের কবিতা

বারবার ভেঙে-চুরে নতুন করে গড়তে শেখা

মেঘলা মেঘে ছেঁয়েছে আকাশ বইছে শুধু উদাস বাতাস বহুদূর ভেসে যাচ্ছে স্মৃতি তবে কেন আমি থমকে আছি শুদুরের মহাকালে। ডাকছে আমায় সমুদ্র তোমরা কেউ কি বলতে পারো ঠিকানাবিহীন পথের ঠিকানা কোথায়? ভেসে যাচ্ছি ঢেউয়ের তালে ছেঁড়া পালে কি বাতাস বাঁধে? মাঝির মনে তাই গভীর সংশয় মহাকাল বুঝি ডাকছে আমায়। বিকালের রোদে হাসছে শিশু কিছু বুঝি আজ আমায় ডাকছে পিছু সীমানায় আমার দৃষ্টি ওড়ে পাখিরা সব নীড়ে ফেরে আর আজ..... তুমি আমার কাছে নেই তাই বড়ই একা লাগে বুকে বাধে অজানা ভয় ও সংশয় তাদের পরিনতী খুবই করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩০ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।