আমাদের কথা খুঁজে নিন

   

ছোট মন্তব্য আলস্য, অযোগ্যতা, ক্ষীপ্রতার অভাব নাকি দূরত্ব?

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

কোন হার্ড এন্ড ফাস্ট রুল নাই কিন্তু ব্লগের প্রায় ঐতিহাসিক প্রবণতা হইল ছোট মন্তব্য। যোগাযোগহীন ধ্যবড়া মারকা জাতীয় (এই মাত্র আমি রাসেলের ব্লগে দিয়ে এলাম যদিও)। পক্ষে যুক্তি দেখানো যায় অঢেল..সেই তালিকা গুনতে চাই না।

বরং পয়েন্ট টা তুলি। ব্লগের কোন এক সক্রীয় সময়ে কমেন্টের তীক্ষ্ণতা ইন্টারএকটিভিটির পাটাতনকে জাগিয়ে তুলেছিল। নতুন করে ভাবতে শিখিয়েছিল। এখনকার প্রবণতায় একেবারে রাজনৈতিক আর হট ইস্যু ছাড়া এই প্রবণতা দেখি না। মনে হচ্ছে আবারো বিনোদন নর্তকীর কোমরে জিহ্বা চেটে যাচ্ছি শুধু...লালা বানিজ্যে আর কতটুকু মগজ খরচ হয়।

এটা এমন এক দূরত্ব তৈরী করছে যা বিনোদন দর্শনের জন্য লাভজনক। কেননা এর মধ্য দিয়ে তারা দূরত্ব বিমোচন বানিজ্য শুরু করতে পারবে। পুঁজিবাদী প্লাটফর্ম একবার বাচালতাকে উৎসাহ দেবে একবার নৈ:শব্দকে কিন্তু মৌলিক উদ্দেশ্য অটুট রেখেই। কাউন্টার বাচালতা ও কাউন্টার নৈ:শব্দের দূরত্ব ঘোঁচানোর দ্বায়িত্ব নিতে হবে জনগণকে যদি নিজের স্বরকে অন্যকে শোনাতে হয়। এখন পর্যন্ত আমার দৃষ্টিতে এই কাজ নানান সীমাবদ্ধতা স্বত্তেও সবচেয়ে ভালো করেছে রাসেল।

যদিও গল্পটা একা রাসেলের না আমাদের সবারই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।