আমাদের কথা খুঁজে নিন

   

বদ অভ্যাস ও একটি প্রস্তাব

আ মা র আ মি

ইদানীং ব্লগিং করতে করতে একটা বদ অভ্যাস হইয়া গেছে। মনেকরেন কোন পত্রিকায় ভালো একটা কিছু পড়লাম, সাথে সাথে তারে একটা প্লাস দিতে ইচ্ছা করে। কখনো ভালো কিছু কথাও বলতে ইচ্ছা করে। কিন্তু কেমনে কই? কোন লেখা পইড়া কিছু বেশী কিছু জানতে ইচ্ছা হয়। কিন্তু লেখকরে জিগাইতে পারি না।

কোন লেখা পইড়া কইষা মাইনাচ দিতে ইচ্ছা করে, তাও দিতে পারি না। কেমনে দিমু, ঐগুলা তো পত্রিকার লেখা, ব্লগ না। উপায় ভাবতে ভাবতে মনে হইলো, যারা বিভিন্ন পত্রিকায় লেখা লেখি করেন, ব্লগ কতৃপক্ষ তো তাদের এ ব্লগে আমন্ত্রণ জানাতে পারে। অথবা তাদের অনুমতি সাপেক্ষে ব্লগ কতৃপক্ষ এমন লেখকদের নিক তৈরী করে বিভিন্ন পত্রিকায় তাদের প্রকাশিত লেখাগুলো কে এখানে প্রকাশ করতে পারেন। পাঠকের মন্তব্য সবসময়ই লেখকের ভালো লাগার কথা, সে ভালো বা খারাপ যে কথাই হোক না কেন।

লেখক তার লেখার মন্তব্যগুলো দেখলে তারও ব্লগিং-এর ইচ্ছা হবে এমন আশাই আমি করছি। আমি জানিনা, ব্লগ কতৃপক্ষ এমন কোন উদ্যোগ নিয়েছিলান কি না। না নিলে বলবো, একবার ভেবে দেখবেন কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।