আমাদের কথা খুঁজে নিন

   

আমি মনে হয় খুব হিংসা পরায়ন ...

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

এইচ এস সি পরীক্ষার ফল দিয়েছে । এই দিনটি এলেই ৭ বছর আগের এমন দিনের আনন্দ ও উত্তেজনার কথা মনে পরে যায়, ঠিক ততটুকুই আনন্দ পাই, যা ওইদিন পেয়েছিলাম । কিন্তু গত ২ বছর ধরে আমার ব্যক্তিগত আনন্দের পাশাপাশি কিছু ব্যাপার নিয়ে খুব মন খারাপ হয়ে যায়। যেমন ধরেন ... ১। আজ কোন একটা পত্রিকার হেডলাইন দেখলাম "এইচ এস সি পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য"... দেখে মনের অজান্তেই হাসি চলে আসল, কারন সবাই জ়িপিএ ৫ পেয়েছে, ঈর্ষা করার মত কেউ নাই...! ২।

শুধু শুধু ছেলেমেয়ে গুলোর ভবিষ্যত নষ্ট করে দেয়া হচ্ছে এই ভালো ফলাফলের নামে। এরা কোথায় ভর্তি হবে? জ়িপিএ ৫ পেয়ে নরমাল ডিগ্রী, অনার্স ভর্তি হবে কলেজগুলোতে? আমার কেন জানি সন্দেহ হয়, প্রাইভেট ভার্সিটি গুলোর সাথে শিক্ষা বোর্ড এর লোকজনের কোন আতাত নেই তো ...? ৩। শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান বলেছেন, "১২ বছর পড়াশোনার পর একজন শিক্ষার্থীকে ফেল ঘোষনা করা হবে কেন?"... উনার কথা শুনে আমার প্রশ্ন জাগে, তাহলে আমি কেন শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান হতে পারব না ? ৪। এ বছর যারা এইচ এস সি পাস করেছেন, ২০০৬ সালে তারা এসএসসি পাস করেছিলেন৷ তখন এস এস সি পরীক্ষায় পাশের হার ছিল ৫৯ দশমিক ৪৭ শতাংশ৷ ওই শিক্ষার্থীরাই এ বছর এইচ এস সি পরীক্ষা দিয়েছিলেন৷ কিন্তু পাস করেছেন ১৫ দশমিক ৩৮ শতাংশ বেশি৷ এটা কিভাবে হলো ঠিক বুঝতে পারছিনা । প্রতিভার কি নিদারুন অপচয়, ভাবতেই খুব খারাপ লাগে।

আমার মনে আছে আমাদের সময় ষ্টার মার্ক্স পেত খুব বেশী হলে ৮ হাজার কি ১০ হাজার। আর এখন এ+ পায় ১৯ হাজার। এর ২টা মানে হতে পারে, হয় তারা আমাদের চেয়ে অনেক অনেক বেশী মেধাবী অথবা তাদের ভুল ধারনা দেয়া হচ্ছে যে তারা মেধাবী। পরের টা হওয়ার ই সম্ভাবনা বেশী। এই ভুল ধারনা যে কতটা ক্ষতিকর হতে পারে তাদের জন্যে এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি।

আর কিছু লিখতে ইচ্ছা করছে না। অভিনন্দন সবাইকে ঈর্ষনীয় ফলাফলের জন্যে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।