আমাদের কথা খুঁজে নিন

   

লাফ লেটার

নিরব যোদ্ধা।
প্রিয় মিস কুলসুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছ। পর সংবাদ এই যে আমি ভাল নাই অনেক কষ্ট করিয়া তোমার ঠিকানা যোগাড় করিয়াছি। একটা কথা বলি বলি করিয়াও বলা হয় নাই, তোমার ক্ষুদ্র বয় কাট চুলের কথা শুনিয়া তোমার প্রেমের সাগরে ডুব দিয়াছি। সাতরাইতে সাতরাইতে কোন ক'ল খুজিয়া পাই নাই।

তাই তোমার পিছু নিয়া অদূর K.M.C তে আসিয়াছি। প্রথম যে দিন তোমার ক্ষুদ্র চুলের কথা শুনিলাম সেদিন থেকেই আমার মাথার চুল পড়িয়া যাইতেছে। এটাই স্বাভাবিক তোমার চুল যদি এতই ক্ষুদ্র হয় তবে আমার চুল না থাকাই ভাল। তোমার কথা মনে পড়িলে আমার তাহসান মিথিলার জুইঁ নারিকেল তেলের বিঞ্জাপন এর কথা মনে পড়ে, তাহসান তো মিথিলার বড় চুলে নৌকা চালাইয়া সাগরে ক'ল খুইজে পাইছিল, আমিতো তোমার ছোট চুলের সাগরে ক'ল খুইজে পাইনা। এই কষ্টে আমার চোখ দিয়ে পানি পড়ে না, নাক দিয়ে পানি পড়ে।

এই পত্র লিখিতেছি আর আমার নাক দিয়ে পানি পড়িতেছে। প্লিজ আমার এই পানি গুলা তুমি আপন কইরা নাও। দুই হাতে জমিয়ে তোমার চোখে লাগাও, তবেই হয়ত আমি তোমার ক্ষুদ্র চুলের রাজ্যে একটু খানি আশার অন্ধকার দেখতে পাব। তোমার পত্রের অপেক্ষায় রইলাম। আই লাফ ইউ।

ইতি তোমার লাফার মি. সুমকুল
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।