আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কোন মনমানসিকতার মানুষে নিজেকে পরিণত করতে চান?

পৃথীবিতে দুটি জিনিষ পরিবর্তন করা যায় না, একটা হল অতীত এবং অন্যটা হল অপর বা অন্যজনকে। যে জিনিস টা আমরা পরিবর্তন করতে পারি তা হল নিজেকে এবং নিজের বর্তমানকে ।

মনে করুন রাস্তায় কেঊ ভুলবসত একটা কলার খোসা ফেলেছে। তিনজন ব্যাক্তি ঐ রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। ১ম জন কলার খোসাটি দেখে যে ফেলল তাকে গালিগালাজ করে চৌদ্দগুষ্টি উদ্দার করল। ২য় জন কলার খোসাটি দেখেও না দেখার ভান করে চলে গেল। ৩য় জন কলার খোসাটি রাস্তা থেকে তুলে নিয়ে ডাষ্টবিনে ফেলে দিল এবং এ সুকর্মটি করার সুযোগ করে দেয়ার জন্য উপরওয়ালার নিকট কৃতজ্ঞতা জানালো। আপনি নিজেকে কোন মনমানসিকতার মানুষে নিজেকে পরিণত করতে চান? উত্তরঃ তা একান্তই আপনার উপর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।