আমাদের কথা খুঁজে নিন

   

পিচ্চি-কথা...

আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . .
আজকে কয়েকটা পিচ্চির কাহিনী বলি। প্রথমেই বলি আমার এক ভাইয়ের মেয়ের কাহিনী। ভাইয়া অস্ট্রেলিয়া থাকে। ওর মেয়ের জন্ম হলো ওখানে। ও মেয়েটাকে প্রতিদিন ঘুম থেকে উঠার পর বলতো, "মা! শোনো আমরা বাংলাদেশে থাকি, এটা পঁচা দেশ।

আমরা এখানে বেড়াতে এসেছি, আবার কিন্তু বাংলাদেশে চলে যাবো। মা বলোতো, "জয় বাংলা!" বলো মা বলো...." পুতুলটার প্রথম কথা ছিল, "...দয় বানলা...!!!" এরপরের কাহিনী আমার পাশের বাসার অসাধারণ কিউট পিচ্চির। ওর মা-বাবা দু'জন-ই লোকাল কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা। বেশিরভাগ সময়-ই একা একা থাকে। ওর সমান বেশ কিছু বাচ্চার সাথে খেলা আর নিচের গ্যারেজে হেটে-বেড়ানোই হলো ওর আসল কাজ।

সেদিন এক বিড়ালের তিনটা বাচ্চা হলো...সাদা-কালোয় মিশানো একদম ছোট্ট তিনটা বাচ্চা। সারাক্ষণ খুব মায়া করে করে শব্দ করছে। এমন সময় তাসমিয়া (পিচ্চিটা) পাশে বসে বিড়ালের বাচ্চাগুলোকে বলে, "এ্যাই তোমাদের আম্মু কই ? অফিস গেছে ?? কিচ্ছু হবে না সন্ধ্যায়-ই চলে আসবে দেখো। দেখো আমার আম্মু-ও অফিস গেছে...আমি কাঁদি ??" তাসমিয়াকে নিয়েই আরেক কাহিনী। ওরা সব পিচ্চিরা মাঝে মাঝে বেশ আয়োজন করেই ভাবী-ভাবী খেলতে বসে।

গ্যারেজের উপরের প্যাসেজটায় তাদের সংসার, কর্কশীট দিয়ে আলাদা করা থাকে সবার ফ্ল্যাট। আমি ওখানে প্রায়-ই উঁকি দেই। এমন একদিন দেখি, তাসমিয়াকে তার আরেক "ভাবী" বললো, "কি ব্যপার ভাবী? আপনি এতদিন পর বাসায় আসলেন!?" তাসমিয়া বেশ গম্ভির হয়ে বললো, "ব্যাংকে এতো কাজ ভাবী! আসতে আসতে রাত হয়ে যায়! আমার মেয়েটাকেই টাইম দিতে পারি না!" এবারের কাহিনীটা একটু অন্যরকম এক বাচ্চাকে নিয়ে। আমাদের ভার্সিটির সামনে বেশ কিছু বাচ্চা-কাচ্চা ঘোরাঘুরি করে। এই ভার্সিটির ছেলেমেয়েদের থেকে যা পায় সেটা দিয়েই তাদের খাওয়া-দাওয়া, দিনযাপন।

মৌসুমি বা সাহারা দের সবাই চিনে একনামে। হঠাৎ করেই পাশে এসে বলবে, "আপু! হোয়াট'স আপ ? টেন বাকস্‌(bucks) প্লিজ!" ভার্সিটির ছেলেমেয়েগুলার থেকে ভাল-ই শিখে নেয় ভাষাটা ওরা। এই মৌসুমির বোনের বাচ্চা হলো বেশ কয়েকমাস আগে। আমরা বাচ্চা দেখে মুগ্ধ! কি সুন্দর গোলগাল একটা মেয়ে! বললাম, "নাম কিরে?" নির্বিকার মৌসুমি বলে, "এসিড"। আমি অবাক! "এসিড কোন নাম হলো! এত সুন্দর একটা বাচ্চা!" মৌসুমী বলে, "শুনতে কুল (cool) লাগে আপু।

" ওদের দেখলে মাঝে মাঝে কষ্ট হয়! কেমন কৌতুককর অবস্থা! অভাব ওদের সাথে ভাল-ই খেলে যায় কিন্তু মুখের ভাষা বেশ হাস্যকর "কুল" অনুভূতি দেয়!
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।