আমাদের কথা খুঁজে নিন

   

বোবার কোনো শত্রু নেই?

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

বাবা বলেছিলেন- বোবার কোনো শত্রু নেই, মনে রেখো। বাচাল কৈশোরে তাই হয়েছিলাম নিশ্চুপ, শান্ত, ধীর বোবা যেমন বলে না কথা, ইঙ্গিতে বোঝায় সব কিছু আমিও মনের ভাষা বোঝাতে গড়েছি শব্দের মালা কণ্ঠের গভীরে কষ্ট হবে বলে ধরিনি গানের সুর জীবনের আদ্যোপান্ত ঘেঁটে লিখেছি লিরিক কতো এক চিঠিতে টলেছে বালিকার মন- সে অভিজ্ঞতায় প্রেমেও থেকেছি আমি ম্রিয়মান, স্বল্পভাষী শুধু অসির চেয়ে মসির শক্তি বেশি বলে ধরেছি কলম রাত কিবা দিনে সে কলম চলছে নিয়ত অবিরাম। নিরলস নিস্তব্ধতার কারণে অনেক সয়েছি অপবাদ একনিষ্ঠ প্রেমে এসেছে ভাঙন, বিরহ বাতাস বেশুমার শ্রাবণের ঝড়ো হাওয়ায় উড়িয়ে নিয়েছে সুখ অবশেষে কাচের মতোন খানখান ভেঙেছে সাজানো প্রেম যতো বোবাকালা আমি তার হতে চেয়ে হয়েছি দূরের আরো প্রাণবন্ধু দিয়েছে আঘাত, স্বজন গিয়েছে দূরে সরে যাপিত জীবনে প্রৌঢ়ে এসে দিনে দিনে আজকাল বোবা স্বভাবটাই বুঝিবা একমাত্র শত্রু হলো এ আমার! ১১.০৮.২০০৮ ©Sheikh Jalil

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।