আমাদের কথা খুঁজে নিন

   

আরো জোরে মার টান

নিরব যোদ্ধা।

একটা কৌতুক শুনেছি, তিন দেশের জন্য তিনটা নরক তৈরি করা হয়েছে, ২টা নরকের দরজায় ২ জন প্রহরী রয়েছে তিন নম্বর নরকে কোন প্রহরী নেই, জানতে চাওয়া হয়েছিল কেন প্রহরী নেই? উত্তর টা এমন ছিল ঐ নরক টা বাংলাদেশীদের জন্য, ওদের প্রহরী লাগেনা কারন ওদের কেও উপরে উঠতে গেলে নিচের গুলো তার পা ধরে টেনে নিচে নামিয়ে নেয়। তেমনি এখানে কিছু ব্লগার আেছ, যারা ভালো কমেন্ট না করতে পারলেও খারাপটা করতে বাদ দেন না। যদি জরিপ চালিয়ে দেখা যায় তবে তাদের ভালো কমেন্ট ১% পাওয়া যাবে কিনা সন্ধেহ আছে। আমাদের উচিৎ যা লিখুক তার লেখার উপর কমেন্ট করা, কোন বিষয়ে লিখছে তার উপর না, তার ভূল গুলো ধরিয়ে দেওয়া, এমন কোন কমেন্ট করা উচিৎ নয় যা লেখার সাথে সম্পৃক্ত নয়। কিছু ব্লগার আছেন যারা এই ধরনের কমেন্ট করেন আজুর‌্যা প্যাচল, কোন কাম নাই এই ফালতু লেখা লেখছে। এই গুলো লেখার উপর কমেন্ট? তবে যারা এই কাজ টা করেন তারা দয়া করে শুধরে দেবেন ভূলটা কোথায় কিভাবে লিখতে হবে লেখাটা। সবাই কে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।