আমাদের কথা খুঁজে নিন

   

নো 420 নিউ মার্কেট



ঢাকাবাসী কেউ নিউ মার্কেটের সাথে পরিচিত না এরকমটি পাওয়া মুশকিল। অনেকেই হয়ত যানেন না যে নিউমার্কেট হল এমন এক যায়গা যেখানে ৪২০ বলে কিছু নেই। দেশে এসেছি কদিন হল, আবার উড়াল দিতে হবে সপ্তাহ পরেই। তাই এদিক সেদিক হেঁটে বেড়াই ক্যামেরা পকেটে করে। চুরি করি টুকরো টুকরো বাংলাদেশ।

নিউমার্কেটের ইনার সার্কেলে দেখবেন দোকান চারশো আঠারো, উনিশ আর তার পরেই একুশ। আংরেজ পেনাল কোড ৪২০ ছিল ঠগবাজদের সাইজ করার জন্য। সেই ট্র্যাডিশন এখনো রয়ে গেছে। এখনো ৪২ ৪২০ সংখ্যাটা আমরা পারতপক্ষে এড়িয়ে যাই। কদিন আগেই মনে হয় বাংলাদেশে ৪২০ নামে বেশ জনপ্রিয় সিরিয়াল ছিল।

তবে এইসব সংখ্যা শুচিবাই শুধু আমাদেরই না। খোদ মাইক্রোসফটের কান্ড দেখে আমার মেজাজ গরম। যারা একটু পুরানো দিনের মানুষজন তারা জানেন যে মাইক্রোসফট অফিসের এক্সপি, ২০০১, ২০০৭ এইরককম রংচঙ্গা নাম থাকলেও ইন্টার্নাল কোডনেম সেই আগের সিরিজেই আছে। মতলব, অফিস ৭। ০ এর পরে ৮,৯-- এভাবে চলছে।

আজকালকার ২০০৭ হল অফিস ১২। যথারীতি অফিসের নতুন ভার্সনের কাজ চলছে। আন্দাজ করুন সেটির কোডনেম কি? যেহেতু ১৩ অপয়া সংখ্যা তাই খোদ মাইক্রোসফট তার পরবর্তী অফিসের নাম দিল অফিস ১৪ । বিশ্বাস করা যায়? সহব্লগার তিমুর হাঁটতে হাঁটতে নিউমার্কেটের ম্যাজিক দেখিয়েছিলেন। ছবিটি বড় করলে ৪২১ নম্বর দোকানের নম্বরটি পড়া যাবে।

কেউ গেলে নিজেই দেখে নিতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।