আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ব্যাংক কী হুন্ডি ব্যবসাকে উৎসাহিত করছে?



গল্প নয় সত্যি! আমার বন্ধু দশদিন হলো দিল্লী গেছেন মাসখানেকের জন্য। তিনি যত টাকা নিয়ে গিয়েছিলেন বিশেষ কাজে তার সব টাকাই প্রায় শেষ হয়ে গেছে। এখন তার জরুরী প্রয়োজনে কিছু টাকা দরকার। সে আমাকে কিছু টাকা পাঠাতে বললো। তো আমি আজ আই এফ আই সি ব্যাংকে গেলাম তাদের মানিগ্রাম প্রোজ্কেটর আওতায় দিল্লীতে কিছু টাকা পাঠানো যায় কিনা।

কিন্তু গিয়ে তো আক্কেল গ্রুম! বিদেশ থেকে টাকা পাঠানো যত সহজ তারো ক্রিগুণ কঠিন দেশ থেকে টাকা পাঠানো। বাংলাদেশ ব্যাংকের নানা নিয়ম কানুন রয়েছে। যদি কেউ চিকিৎসার জন্য বিদেশ িগয়ে টাকা শেষ করে ফেলেন তো তিনি নির্ঘাত মরলেন কারণ বাংলাদেশ ব্যাংকের নিয়ম-কানুন মেনে টাকা পাঠাতে পাঠাতে আপনি স্বর্গবাস করবেন। এই যে এতো বিজ্ঞাপন দেখা যায় মানিগ্রাম, ওয়ের্স্টান ইউনিয়ন সহ আরো অনেক...এগুলো একমুখী নালা। পানি শুধু আনবে (সাথে কিছু কুমিরও)... কিন্তু একফোঁটা পানি পাঠানোর কোন ক্ষমতা তারা রাখেন না।

ব্যাংক অফিসারের সাথে কথা বলে আমি আসলে এই সব তথ্য পেলাম। তাহলে আমি কীভাবে বিপদে পড়ে থাকা বন্ধুকে উদ্ধার করবো? আমার কোন ্লসি কার্ড নেই, নেই ভিসা কার্ডও? তাহলে? তো আমি ব্যাংক অফিসারকে বললাম বাংলাদেশ ব্যাংক কী হুন্ডি ব্যবসাকে আরো উৎসাহিত করার কোন বিশেষ স্কিম নিয়েছেন?অফিসার বললেন হাতে হাতে পাঠানো ছাড়া কোন সমাধান আপাতত তিনি দিতে পারছেন না। এখন আমাকে একটা বিজ্ঞপ্তি দিতে হবে ...ভাই কে দিল্লী যাচ্ছেন ... একটু উপকার করবেন? প্রিয় ব্লগার ভাই-বোনেরা, আপনাদের জানা মতে এমন কোন নিয়ম কী আছে আমি সহজে দিল্লীতে টাকা পাঠাতে পারবো হুন্ডি ব্যবসায়ীর কাছে না গিয়ে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.