আমাদের কথা খুঁজে নিন

   

সেই পুরানো ট্রেনের বগি, সেই পুরানো লাইনেই ফিরেছি

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমরা যখন পুরোনো ট্রেনের বগিতে উঠে পুরোনো লাইন ধরে আবার ফেরা শুরু করলাম, তখন একটা চমৎকার ভ্রমণ কাহিনী লেখা যেতেই পারে। দীর্ঘ দুবছর তত্তবধায়ক সরকারের প্রধান হিসাবে অভিজ্ঞতার বয়ানের দারুন বাজার কাটতি হবে। ডঃ ফখরুদ্দিনের সে ভ্রমণকালিন আত্মজীবনীর নাম হতে পারে "ফার্টিং অব পাওয়ার"। তবে সেই নিরাপদ এক্সিট পয়েন্টে যাবার আগে মাননীয় ফখরুদ্দিন আপনাকে খালেদা জিয়ার পা ধরে মাফ চাইতে হবে। তিনি মহান, জননেত্রী।

আশা করছি তিনি আপনাকে মাফ করে দেবেন। তারেক জিয়াকে মেরে নাকি আপনার লোকেরা হাগিয়ে দিয়েছে। জেলে থাকাকালিন তিনি ও তার সাঙ্গপাঙ্গরা এমন ইংগিত, প্রোপাগান্ডা অনেক চালিয়েছে। কিন্তু মুক্ত হয়ে কেমন মুখে কুলুপ এঁটেছে দেখেছেন! সবাই এমনই। খালেদা জিয়াও হাসিমুখে আপনাকে বিদায়ী ট্রেনে উঠিয়ে দেবে।

তবে সবার আগে তার পা ধরে মাফ চেয়ে নিন। কারো ব্যর্থতা নিয়ে ব্যর্থদের আলাপ মানায় না। আসুন আমরা কেবল উভয়ের সাফল্য দেখি। "ফার্টিং অব পাওয়ার" হোক আমাদের প্রথম ইন্ট্যারন্যাশনাল প্রকাশনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।