আমাদের কথা খুঁজে নিন

   

সেইসব রৌদ্রগুলি

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

আমার নেশা ছিল উদ্দেশ্যবিহীনভাবে পথে পথে হাঁটা । রোদ নেই, বৃষ্টি নেই, দিন নেই, রাত নেই চেনাঅচেনা সমস্ত পথে, নিদারুণ যন্ত্রণা কিংবা হাল্কা হাওয়ার মত ছুঁয়ে যাওয়া সুখের স্বল্প প্রহরগুলোতেও । হাঁটতে হাঁটতে কোনো তীর্থে পৌঁছা, কিংবা কোনো তীব্র সুন্দরীর প্রসন্নতা খোঁজাও নয়, শুধু প্রতিটি পথের বাঁকে , সাদা যে ধূলোরা গড়াগড়ি খায়, আর প্রান্তরের শেষে মহাকাব্যের মত বিশাল নিঃসঙতা নিয়ে একেকটি অর্থবিহীন গাছেরা যে দাড়িয়ে থাকে, তাদের নতুন-পুরাতন পাতায় যে আলোর খেলা চলে দিনমানবছর; সেইসব রঙ আর সাদা রৌদ্রের নির্মোহ জ্বলে যাওয়াতেই, হাল্কা হাওয়া ছুঁয়ে গেছে আমার শরীরকে, আমার যৌবন-কৈশোরকে । আজ সেইসব রৌদ্রগুলিই আমার অনির্বাণ প্রথম প্রয়োজন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।