আমাদের কথা খুঁজে নিন

   

ডোরেমন নিয়ে সাংসদের উদ্বেগ ও আমার মত আম-জনতার কিছু কথা.।.।

শুন্য থেকে শুরু করলাম.। .। .। .। .।

ডোরেমন নিয়ে সাংসদের উদ্বেগ খবরটা পড়ে কমেন্টগুলো পড়লাম। সবাই দেখলাম সাংসদকে সাধুবাদ জানাচ্ছে। আমিও তাঁর বিষয়টির সাথে একমত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 'ডোরেমন' বন্ধ করে কি লাভ হবে শুনি?? ইন্ডিয়ান হিন্দি আর বাংলা চ্যানেলে যে পরিমান কূটনামি-মিথ্যা-পরকিয়া......ছাই-পাস দেখানো হয় তার তুলনায় ‘ডোরেমন’ কিছুই না। ‘ডোরেমন’ বন্ধ করার আগে এইসব চ্যানেল বন্ধ করা দরকার।

কিন্তু কে এই কথা সংসদে তুলবে? কারন আমাদের দুই মাথাই (!) নাকি এইসব সিরিয়ালের ভক্ত। এদিকে আবার দেশ-জাতি-ভাষার অস্তিত্ব রক্ষা করতেই হবে। তাহলে কি উপায়??? যাও... লাগো বাচ্চা পোলাপাইনের পিছনে, দাও ‘ডোরেমন’ বন্ধ করে। কার্টুন বন্ধ করে দিলে এরাতো আর রাস্তায়ও নামবে না, অবরোধও করবে না। বড়জোর বাসায় বসে দুই চার দিন ভ্যাঁ-ভ্যাঁ করে কান্নাকাটি করবে।

তারপর সব ঠিক। ব্যস, সাপও মরল, লাঠিও ভাংলো না। জনগণ জানুক, দেশ-জাতি-ভাষার অস্তিত্ব রক্ষায় আমরা সদা জাগ্রত!!! কিন্তু এইভাবে কতদিন?? আমি ‘ডোরেমন’ বা ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করার পক্ষে-বিপক্ষে কিছুই বলছি না। শুধু এটুকুই বলতে চাচ্ছি, ‘মীনা’-র জন্ম হয়েছে বাংলাদেশে, ‘বাকের ভাই’-র জন্মও হয়েছে বাংলাদেশে। মীনার মত এত সুন্দর কার্টুন বা বাকের ভাইর মত এরকম অসাধারন চরিত্র ইন্ডিয়া কেন, পৃথিবীর আর কোন দেশে যে নেই তা আমি বাজি ধরে বলতে পারি।

বাংলাদেশে আসলেই ট্যলেন্টের অভাব নেই, অভাব শুধু এদের কদর করার লোকের। কদর হবে কিভাবে? সবকিছু তো নষ্টদের দখলে চলে গেছে। ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ঠিক কথাই বলেছেন- ‘ যে দেশে গুণের কদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না ’ ইন্ডিয়া-পাকিস্তান যখন অ্যানিমেশন মুভি বানাচ্ছে, আমরা তখন বসে বসে ঘোড়ার ঘাস কাটছি। আর নাট্যকার গুলাতো ইন্ডিয়ান সিরিয়ালের নকল করতে গিয়ে নাটকের আরও বাঁশ দিচ্ছে। কোন লাভ নাইরে ভাই।

নিজের কোমরে জোর না থাকলে পরের কোমর ধরে আর কতক্ষন দাঁড়াবেন? শুয়ে পড়বেন একসময়, তারপর হারায় যাবেন। তরবারির জবাব তরবারি দিয়েই দিতে হয়, ঢাল দিয়ে আর কতক্ষন ঠেকাবেন? দেশে গ্রাফিক্স আর অ্যানিমেশনের কাজ পারে এরকম লোক অনেক আছে। কোন টিভি চ্যানেল ইচ্ছা করলে এদের মাধ্যমেই মীনার চেয়ে সুন্দর কার্টুন সিরিজ তৈরি করা সম্ভব। খরচ হয়ত একটু বেশিই হবে। সমস্যা কি? একটা রিস্ক নিয়েই দেখেন।

এরকম কিছু করলে চ্যানেলের সম্মান কমবে না, আরও অনেক বেশি বাড়বে। দেখা যাক, পোলাপাইন ডোরেমন দেখে নাকি বাংলাদেশী কার্টুন দেখে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।