আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের ভালবাসার ছড়া-ছড়ি (ঘূষ For ACCESS)

আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি

বন্ধুরা আমি ব্লগে নতুন। হঠাৎ আবিষ্কার করলাম অনেকের লেখা প্রথম পাতায় আসে কিন্ত আমারটা আসেনা, পরে দেখলাম আমি নতুন তাই নো ACCESS। যাইহোক এক বন্ধুর পরামর্শে অনেক চিন্তা করে ব্লগকে একটা মেইল দিলাম, লিখলাম প্রথম পাতায় ACCESS দিলে তোমাকে নিয়ে একটা ছড়া লিখবো ( মানে একটু ঘূষ আর কি ......)। কাঊকে বলবেন না যেন ব্লগ না ঘূষের প্রস্তাবে রাজী হয়ে গেলো, হঠাৎ দেখি গতকাল প্রথম পাতায় আমার ACCESS এসেছে। তাই আজ় আমার ঘুষ দেবার পালা, না দিলে যদি আবার আমাকে নোটিশ পাঠায়।

সকালে উঠে ব্লগের জন্য ২ কেজি সরিষার তেল কিনলাম। বল্লাম নে বাবা ছড়াটা তেল দিয়ে লিখেছি এবার তুই নাকে তেল দিয়ে আমার ACCESS টা পারমানেণ্ট কর। যা লিখেছি সবি তেল দেওয়া কথা ( ঘূষ) – না আছে সাহিত্য না আছে সত্যতা, দয়া করে একটু ধৈয্য ধরে পড়বেন প্লিজ। ব্লগের প্রেমে হাবুডুবু সব ব্লগার ভাই সারাদিনে একটি বার বল্গে আসা চাই। ব্লগ হয়েছে সবার এক সুখ দুঃখের সাথি সবার পাশে আছে সে যে সকাল দুপুর রাতি।

নতুন লেখা এল কি ভাই, নতুন কেবা এল কমেন্ট, রেটিং কি এসেছে কেইবা কি দিল। মনের কথা বলার তবু বন্ধুতো কেউ আছে অনেক ঋণী সবাই মোরা ব্লগ তোমার কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.